আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর সিরিজে সমতায় ফেরার জন্য চাপের মুখে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শারজাহ'তে আজ (৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের মোকাবিলা করবে টাইগাররা। তবে ইনজুরি এবং অনুপস্থিতির কারণে বাংলাদেশের একাদশে নিশ্চিতভাবেই পরিবর্তন আসছে।
প্রথম ম্যাচে আঙুলের চোটে পড়েন অভিজ্ঞ উইকেটকিপার মুশফিকুর রহিম। ফলে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হতে যাচ্ছে জাকের আলী অনিকের, যিনি গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক করেছিলেন। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘লিটন দাস থাকলে দলের সমন্বয় আরও ভালো হতো। যেহেতু এই মুহূর্তে অন্য কোনো বিকল্প নেই, জাকেরের জন্য শুভ কামনা। এটি তার জন্য ভালো একটি সুযোগ।’
এছাড়াও, প্রথম ম্যাচে খারাপ পারফরম্যান্সের কারণে লেগ স্পিনার রিশাদ হোসেনকে একাদশ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরিবর্তে দলে ফিরতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, যিনি ভিসা সমস্যার কারণে প্রথম ম্যাচে ছিলেন না।
প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে বড় ধস নামে। ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় ১২০ রানে ২ উইকেট হারিয়েও বাংলাদেশ মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে নিজেদের ব্যাটিং এবং বোলিংয়ে উন্নতি করতে চায় দলটি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন