স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

'অগ্রহণযোগ্য' আচরণের জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ক্যারিবিয়ান পেসার

আলজারি জোসেফ। ছবি : সংগৃহীত
আলজারি জোসেফ। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফকে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে মাঠ ছাড়ার ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ক্যাপ্টেন শাই হোপের সঙ্গে মনোমালিন্যের পর, জোসেফ ম্যাচ চলাকালীন কয়েকবার মাঠ ত্যাগ করেন, যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের শৃঙ্খলাবিরোধী বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর জোসেফ একটি প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন, ‘আমার আবেগ আমাকে প্রভাবিত করেছে। আমি ব্যক্তিগতভাবে ক্যাপ্টেন শাই হোপ, আমার সতীর্থ এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।’ তিনি আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ভক্তদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি বুঝতে পারছি যে ছোট্ট একটি ভুলও অনেক বড় প্রভাব ফেলতে পারে।’

ম্যাচের চতুর্থ ওভারে ফিল্ড প্লেসমেন্ট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন জোসেফ এবং এই নিয়ে তিনি হোপের সঙ্গে তর্কে লিপ্ত হন। এরপরই তিনি জর্ডান কক্সকে আউট করেন কিন্তু উচ্ছ্বাস না করে আবার বল করার প্রস্তুতি নিতে থাকেন। ওভার শেষ হওয়ার পর জোসেফ হঠাৎ মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান, যা ওয়েস্ট ইন্ডিজকে পঞ্চম ওভার শুরু করতে বাধ্য করে মাত্র দশজন ফিল্ডার নিয়ে।

ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামি এ ব্যাপারে বলেন, ‘এ ধরনের আচরণ আমার দলের মাঠে অগ্রহণযোগ্য। আমরা বন্ধু হতে পারি, তবে আমি যে সংস্কৃতি তৈরি করতে চাইছি, তার সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ নয়।’

জোসেফ পরে ষষ্ঠ ওভারের শুরুতে মাঠে ফিরে আসেন কিন্তু তার বোলিং পুনরায় শুরু করেন ১২তম ওভারে। তিনি পরবর্তী কিছু ওভারে বল করেন, কিন্তু আবার মাঠ ছেড়ে যান দুটি মিসফিল্ডের পর। ম্যাচে তিনি ১০ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন, যার মধ্যে ড্যান মাউসলেকে আউট করেন।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর মাইলস বাসকম বলেন, ‘আলজারির আচরণ আমাদের মূল মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি যাতে এই ঘটনার গুরুত্ব সঠিকভাবে বোঝানো যায়।’

ড্যারেন স্যামি, যিনি ২০২৩ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের কোচ নিযুক্ত হন, তার ম্যান-ম্যানেজমেন্ট দক্ষতার জন্য পরিচিত এবং অনেক খেলোয়াড়কে জাতীয় দলে ফেরাতে সফল হয়েছেন। তিনি বলেন, ‘দলের প্রয়োজনীয়তা বোঝাতে কঠিন কথাগুলো বলার জন্য আমি প্রস্তুত। খেলোয়াড়দের উন্নতি দেখে আমি গর্বিত, যদিও এখনো অনেক কাজ বাকি আছে।’

ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে এবং শনিবার থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে, যেখানে অভিজ্ঞ খেলোয়াড় নিকোলাস পুরান ও আখিল হোসেনের প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীসহ সিলেটের সাবেক আলোচিত কাউন্সিলর লায়েক গ্রেপ্তার

ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম গ্রেপ্তার

কেন্দুয়ায় মামার হাতে ভাগ্নে খুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত

এবার ম্যানসিটি ঘরের মাঠে টটেনহ্যামের কাছে বিধ্বস্ত

বিগত সরকার দেশের স্টেডিয়ামগুলোকে চরণভুমিতে পরিণত করেছে: বকুল

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও নতুন প্রজন্মের প্রত্যাশাবিষয়ক সেমিনার 

আন্দোলনে সক্রিয় ছিলেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া মাহিন

বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলে নীল দলের নিরঙ্কুশ বিজয়

১০

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

১১

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানি, তদন্তের নির্দেশ ড. ইউনূসের

১২

মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

১৩

২৪ চেতনায় সবাইকে জাগ্রত হতে হবে : শামীম

১৪

পাওনা টাকা নিয়ে ঝগড়া, ভাতিজাকে খুন করে গ্রেপ্তার চাচা

১৫

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৬

মাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে : মৎস্য উপদেষ্টা

১৭

আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে যুবক খুন

১৮

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপসসহ ৩০ জনের নামে মামলা

১৯

কিছু মানুষের ব্রেইন সিটিস্ক্যান করে দেখার ইচ্ছা, কীভাবে এত ক্রিমিনাল হতে পারে?

২০
X