স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে নতুন চমক, এগিয়ে কারা?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি। ছবি : সংগৃহীত
টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়ে সিরিজ হারের পর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা বড় ধরনের ধাক্কা খেয়েছে । এই পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলে ভারতের শীর্ষস্থানটি দখল করেছে অস্ট্রেলিয়া। ভারতের পয়েন্ট পার্সেন্টেজ এখন ৫৮.৩ শতাংশে নেমে এসেছে। পরবর্তী পাঁচটি টেস্ট ম্যাচে ভারতকে অস্ট্রেলিয়ার মাটিতে বড় ব্যবধানে জিততে হবে যাতে তাদের পয়েন্টের শতকরা হার ৬৫ শতাংশের ওপরে থাকে এবং তারা সরাসরি ফাইনালে যেতে পারে। তা না হলে, অন্যান্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে রোহিত শর্মার দলকে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল:

| দল | ম্যাচ | জয় | হার | ড্র | পয়েন্ট | PCT |

|----------|-------|-----|-----|-----|---------|--------|

| অস্ট্রেলিয়া | ১২ | ৮ | ৩ | ১ | ৯০ | ৬২.৫ |

| ভারত | ১৪ | ৮ | ৫ | ১ | ৯৮ | ৫৮.৩ |

| শ্রীলঙ্কা | ৯ | ৫ | ৪ | ০ | ৬০ | ৫৫.৬ |

| নিউজিল্যান্ড | ১১ | ৬ | ৫ | ০ | ৭২ | ৫৪.৬ |

| দক্ষিণ আফ্রিকা | ৮ | ৪ | ৩ | ১ | ৫২ | ৫৪.২ |

এখন দেখে নেওয়া যাক দলগুলোর অবস্থা:

ভারতের সম্ভাবনা

ভারতকে ফাইনালে পৌঁছাতে হলে ৫-০ বা ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে পরাজিত করতে হবে। এমন ফলাফলে তারা তাদের পয়েন্ট ৬৫ শতাংশের ওপরে নিতে পারবে, যা তাদের ফাইনালে পৌঁছানোর জন্য প্রয়োজন। তবে, যদি ভারত ৪-১ ব্যবধানে সিরিজ জেতে, তাদের পয়েন্ট ৬৪.১ শতাংশে থাকবে, যা অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। যদি ভারত ২-৩ ব্যবধানে সিরিজ হারে, তবে তারা ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা কার্যত হারাবে।

দক্ষিণ আফ্রিকার সমীকরণ

দক্ষিণ আফ্রিকার বাকি চারটি ম্যাচ রয়েছে - দুইটি শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং দুইটি পাকিস্তানের বিরুদ্ধে, সবগুলোই দেশের মাটিতে। এই চারটি ম্যাচ জিতলে তাদের পয়েন্টের শতাংশ ৬৯.৪ পৌঁছাবে, যা তাদের ফাইনালে যাওয়ার নিশ্চয়তা দেবে। তিনটি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট ৬১ শতাংশে থাকবে, তবে সেক্ষেত্রে অন্যান্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হবে।

নিউজিল্যান্ডের পরিস্থিতি

নিউজিল্যান্ডের বাকি তিনটি টেস্ট রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। যদি তারা এই সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায়, তবে তাদের পয়েন্ট হবে ৬৪.৩ শতাংশ, যা ফাইনালে যাওয়ার জন্য প্রয়োজনীয় হতে পারে যদি দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ ড্র হয়।

অস্ট্রেলিয়ার জন্য সমীকরণ

অস্ট্রেলিয়ার হাতে বাকি রয়েছে সাতটি টেস্ট - পাঁচটি ভারতের বিপক্ষে এবং দুইটি শ্রীলঙ্কার বিপক্ষে। যদি তারা এই সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে, তাদের ফাইনালে যাওয়ার ভালো সম্ভাবনা থাকবে। তবে, যদি তারা ভারতের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পায় এবং শ্রীলঙ্কার বিপক্ষে ০-২ ব্যবধানে হারে, তাহলে তাদের পয়েন্ট শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা থাকবে।

শ্রীলঙ্কার সম্ভাবনা

শ্রীলঙ্কার হাতে বাকি রয়েছে চারটি ম্যাচ - দুইটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং দুইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। যদি তারা এই চারটি ম্যাচ জিতে, তাদের পয়েন্টের শতাংশ হবে ৬৯.২ শতাংশ, যা তাদের ফাইনালে যাওয়ার জন্য প্রয়োজনীয়। তিনটি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট ৬১ শতাংশ হবে, তবে অন্যান্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হবে তখন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা এবং বাকি ম্যাচগুলোতে সম্ভাব্য ফলাফল এই আসরের ফাইনালে কারা পৌঁছাবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুমনের হ্যাটট্রিকে রাজশাহীর লজ্জার রেকর্ড

রোববার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন

 ছিনতাইকারীর কবলে সেনা সদস্য

চীনা দূতাবাস কর্তৃক আউটস্ট্যান্ডিং প্রমোশনাল পার্টনার অ্যাওয়ার্ড প্রদান

মাদকের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা

এবার রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ৭ দাবি

সাবেক সতীর্থই মেসির কোচ হচ্ছেন

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

হৃদয় কাঁদে জয়ার

১০

যুদ্ধের মোড় ঘোরাতে কতটা কাজে দেবে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র

১১

চাকরি দেবে আগোরা, সপ্তাহে ২ দিন ছুটি

১২

শীতে জবুথবু কুড়িগ্রাম

১৩

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সত্ত্বেও কৃষি উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে : রাষ্ট্রদূত

১৪

পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো?

১৫

‘ভুয়া সংবাদ’ ধরিয়ে দেবে যে টুল

১৬

ঈদে আসছে জুয়েলের পিনিক

১৭

বায়ু দূষণের শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

১৮

‘জনগ‌ণের সম্পদ খাওয়া আর জাহান্না‌মের আগুন খাওয়া সমান’

১৯

কমছে তাপমাত্রা, শীত জেঁকে বসবে কবে?

২০
X