জরুরীভাবেই বোর্ড সভায় বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকার পরিবর্তনের পর থেকে বোর্ড পরিচালনা, অধিনায়কত্ব ইস্যুসহ নানান বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিকেল সাড়ে ৩টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবিতে হবে গুরুত্বপূর্ণ এই বোর্ড সভা।
জানা গেছে, বোর্ড সভায় বিসিবির স্ট্যান্ডিং কমিটি, নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত কিংবা নতুন কাকে দেওয়া যায় এসব নিয়ে আলোচনা হবে। সঙ্গে স্থান পাবে সাকিব আল হাসানের দেশের বাইরের সিরিজগুলোতে খেলা বিষয়।
তবে মূল এজেন্ডা পাচ্ছে বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৫.২ ধারা। এখানে স্পষ্ট বলা আছে, নিদিষ্ট কারণ ব্যতিত কোনো পরিচালক পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। গেল কয়েকটি সভায় বেশ কয়েকজন পরিচালক না থাকায় তাদের নিয়েও আসবে বড় সিদ্ধান্ত।
মন্তব্য করুন