ক্রিকেটে অধিনায়কত্বের পরিবর্তন বড় ঘটনা হলেও সাম্প্রতিক কিছু কারণে বর্তমানে বাংলাদেশে এটি বেশ সাধারণ ঘটনা হয়ে উঠেছে। ব্যর্থতার পর সাধারণত অধিনায়কের দিকে সমালোচনার তীর ছুটে আসে, এমনকি অধিনায়ক পরিবর্তনের দাবি উঠে। ২০২২ সালে এক বছরে সাত অধিনায়কের নেতৃত্বে খেলার রেকর্ডও করেছে বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে মতামত দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার মতে, চাপমুক্ত রাখতে এবং নেতৃত্বগুণ বাড়াতে দলের প্রতিটি খেলোয়াড়কে পর্যায়ক্রমে অধিনায়ক করা উচিত।
একটি সাক্ষাৎকারে আশরাফুল বলেন, 'প্রতি ম্যাচে একজন নতুন খেলোয়াড়কে অধিনায়কত্বের দায়িত্ব দিলে চাপটা কম পড়বে। এভাবে অন্যরাও নেতৃত্বের চাপ কী তা বুঝতে পারবে, এবং নিজেদের মধ্যে নেতৃত্বগুণ বিকাশের সুযোগ পাবে।'
সাবেক এই অধিনায়ক তার নিজের অভিজ্ঞতা থেকে বলেন, 'যখন আমি অধিনায়ক ছিলাম, মনে হয়েছিল যে, যদি প্রতি গেমে একজন নতুন অধিনায়ক থাকতো তবে চাপটা ভাগাভাগি হতো। আজ আমি, কাল আরেকজন – এভাবে করলে সবাই বুঝতে পারবে যে অধিনায়কের কাঁধে কতটা দায়িত্ব থাকে।'
আশরাফুলের মতে, এ পদ্ধতিতে দলের অভ্যন্তরীণ শক্তি বাড়বে এবং খেলোয়াড়দের মাঝে নেতৃত্বের অভিজ্ঞতা গড়ে উঠবে, যা দলের জন্য ভবিষ্যতে সহায়ক হতে পারে।
মন্তব্য করুন