স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৫:০৬ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

১০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ‍দিন শেষ বাংলাদেশের

ম্যাচের একটি মুহূর্ত। ছবি : কালবেলা
ম্যাচের একটি মুহূর্ত। ছবি : কালবেলা

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচে টিকে থাকার লড়াই অব্যাহত রয়েছে বাংলাদেশের। দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান। এখনো ১০১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে টেনে তুলছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। এই দুই ব্যাটারের ওপরই দলের পরবর্তী দিনের প্রত্যাশা টিকে আছে, কারণ প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলের এখন ম্যাচ বাঁচানোই দায়।

প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ প্রোটিয়াদের কাছে ২০২ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাইল ভেরেইনে এককভাবে দুর্দান্ত সেঞ্চুরি করে দলের রান বাড়াতে সহায়তা করেন। ভেরেইনের ১১৮ রানের ইনিংসের ওপর নির্ভর করে দক্ষিণ আফ্রিকা ৩০৮ রান সংগ্রহ করে। তাদের এ বিশাল সংগ্রহের ফলে সফরকারীরা ম্যাচে দৃঢ়ভাবে নিজেদের অবস্থান তৈরি করে।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর শুরুতেই তারা বড় ধাক্কা খায়। ওপেনার সাদমান ইসলাম ১ রানে কাগিসো রাবাদার বলে আউট হন। এরপর মুমিনুল হকও ০ রান করে রাবাদার বলে প্যাভিলিয়নের পথে হাঁটেন। ফলে বাংলাদেশ মাত্র ৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

এই বিপর্যয়ের মাঝেও মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত কিছুটা স্থিতিশীলতা এনে দেন। দুই ব্যাটার ধীরে ধীরে ইনিংস গড়ে তোলার চেষ্টা করেন। তবে শান্ত ২৩ রান করে কেশব মহারাজের বলে এলবিডব্লিউ হয়ে যান, যা দলের জন্য আরেকটি ধাক্কা হয়ে দাঁড়ায়। তখন বাংলাদেশ ৩ উইকেটে ৫৯ রানে অবস্থান করছিল।

এরপর ক্রিজে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার উপস্থিতি দলের মধ্যে নতুন উদ্দীপনা এনে দেয়। মুশফিক আগ্রাসীভাবে খেলতে শুরু করেন, তার পরিচিত সুইপ ও রিভার্স সুইপ শটগুলো দিয়ে দ্রুত রান তুলতে থাকেন। দিনের বাকি সময় জয়ের সাথে মিলে প্রোটিয়া বোলারদের সামলানোর চেষ্টা করেন তিনি।

দিন শেষে মাহমুদুল হাসান জয় ৮০ বল খেলে ৩৮ রান এবং মুশফিকুর রহিম ২৬ বল খেলে ৩১ রান করে অপরাজিত থাকেন। এ সময় তারা কোনো উইকেট না হারিয়ে ৪২ রানের জুটি গড়েন, যা দলের জন্য ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ২টি উইকেট তুলে নেন এবং কেশব মহারাজ নাজমুলকে আউট করে ১টি উইকেট সংগ্রহ করেন। প্রোটিয়া বোলাররা শুরুতে কিছুটা চাপ তৈরি করলেও মুশফিক ও জয়ের প্রতিরোধ তাদের খেলায় সামান্য হলেও ফাটল ধরাতে পেরেছে।

এখনো ১০১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দল আগামী দিনের খেলায় জয়ের ও মুশফিকের ব্যাটিংয়ের ওপর নির্ভর করছে। তাদের ইনিংস যত দীর্ঘায়িত হবে, বাংলাদেশের টেস্টে টিকে থাকার সম্ভাবনা তত বেশি বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন পুলিশ সুপারকে বদলি

সন্তান না হওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

এ কোন সাদিয়া আয়মান, ভাইরাল ছবির নেপথ্যে কে?

চানখারপুলে গণহত্যা / সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল 

নারীবিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট পুনর্গঠনের দাবি এবি পার্টির

নতুন রেকর্ড গড়ার পথে শাকিবের ‘বরবাদ’ (ভিডিও)

খাগড়াছড়িতে ইউপিডিএফের আস্তানার সন্ধান, মিলল সামরিক ইউনিফর্ম

বজ্রপাতে প্রাণ গেল বিএনপি নেতার

দরিদ্র শামছুল হকের মেয়ের বিয়ে সম্পন্ন, সার্বিক সহযোগিতায় তারেক রহমান

দিনাজপুরে ছাত্র আন্দোলনে হামলা, আ.লীগ-যুবলীগ নেতা গ্রেপ্তার

১০

লাইফ সাপোর্টে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, দোয়া চাইলেন জামায়াত আমির

১১

সিলেটে রানা-ঝড়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

১২

নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারের দ্বিতীয় দিনে উপচেপড়া ভিড়

১৩

বাংলাদেশি পাবজি গেমারদের জন্য বড় সুখবর

১৪

আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান

১৫

‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়’

১৬

হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের পদ স্থগিত

১৭

ইউক্রেন-রাশিয়ার সঙ্গে বড় ব্যবসার স্বপ্ন দেখছেন ট্রাম্প

১৮

দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

১৯

পাওনার টাকা দিতে বাসায় ডেকে ব্ল্যাকমেইল, ২ নারী আটক

২০
X