স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে খেলেই অবসর নিবেন সাকিব আশা শান্তর

নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার। প্রায় দেড় দশক ধরে জাতীয় দলের প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে আসছেন তিনি। ব্যাট ও বল হাতে সমান পারদর্শিতা দেখিয়ে সাকিব দলে অপরিহার্য এক সম্পদ হয়ে ওঠেন। ব্যাটার হিসেবে তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য তারকা, আর বোলিংয়ে সাকিব বাংলাদেশের কার্যকরী অস্ত্র।

সাকিবের গুরুত্ব শুধু ভক্তদের প্রশংসা নয়, বাস্তবেও তার পারফরম্যান্স টিম বাংলাদেশের মূল চালিকাশক্তি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ যত সাফল্য পেয়েছে, তার বড় একটি অংশের স্থপতি সাকিব। তিন ফরম্যাটে ৪৫ বার ম্যাচসেরার পুরস্কার জেতা সাকিব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটারদেরও একজন। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি (২৪৭ উইকেট) এবং ব্যাট হাতে ৪৬০৯ রান সংগ্রহ করা সাকিবের ওপরে আছেন কেবল মুশফিকুর রহিম (৫৯৬১) ও তামিম ইকবাল (৫১৩৪)। এ ছাড়া টেস্টে সবচেয়ে বেশি ছয়বার ম্যাচসেরার সম্মানও তার ঝুলিতে।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই দীর্ঘ ফরম্যাট থেকে বিদায় নেওয়ার সাকিবের ইচ্ছে আপাতত বাস্তবায়িত হচ্ছে না। নিরাপত্তা শঙ্কা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তাকে দেশে না আসার পরামর্শ দেওয়া হয়েছে, ফলে এই টেস্টে তার বিদায় সম্ভব হচ্ছে না।

ঢাকা টেস্টে সাকিবের বিদায় নিয়ে ভক্তদের অনেক প্রত্যাশা ছিল, আর জাতীয় দলের খেলোয়াড়রাও তাকে একটি স্মরণীয় বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু আজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে বলেন, শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবকে শেষ টেস্ট খেলতে না দেখতে পেয়ে তারও মন খারাপ।

শান্ত বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল, সাকিব ভাইকে আমরা একটা চমৎকার বিদায় দিতে চাইছিলাম। এটা না হওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রতিটি খেলোয়াড়ই মনে করে বিষয়টা পেন্ডিং থেকে গেল। এটা হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। আমরা সবাই জানি কেন হয়নি। টেস্টের আগের দিন এসব নিয়ে বেশি কথা বলতে চাই না। আমি চাই খেলায় মনোযোগ থাকুক।’

তিনি আরও বলেন, ‘যদি সাকিব ভাই এখান থেকে বিদায় নিতে পারতেন, খুব ভালো হতো। আমি ব্যক্তিগতভাবে অনুভব করি, আমাদের প্রতিটি খেলোয়াড়ও সেটা অনুভব করে। সাকিব ভাইয়ের ফেয়ারওয়েলটা আপাতত তোলা থাকল।’

বর্তমানে শান্ত ও তার দল ঢাকার এই টেস্ট ম্যাচে মনোযোগ দিচ্ছেন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতে মাঠে নামতে প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিওএ মহাসচিব শাহেদ রেজাকে সতর্কতামূলক পত্র এনএসসির

ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেখ হাসিনাসহ আ.লীগের ৯ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

কবজি দিয়ে লেখা মিনারার ভর্তি নিশ্চিতের আশ্বাস বেরোবি উপাচার্যের

নাটোরে ফ্যাসিবাদের বিরুদ্ধে মশাল মিছিল

সিকৃবির ভিসি পদে ড. আলিমুল ইসলামের যোগদান

শেখ হাসিনা ফিরবেন ফাঁসিতে ঝুলতে : উপদেষ্টা নাহিদ

সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

মধ্যরাতে উত্তাল ঢাকা কলেজ

১০

কিউইদের প্রথম বিশ্বকাপ জয়

১১

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

১২

মাইকে ঘোষণা দিয়ে আ.লীগ নেতার বাড়িতে হামলা

১৩

অন্তর্বর্তী সরকার ও সংস্কার এজেন্ডায় ব্যক্তিমালিকানাধীন খাত উপেক্ষিত : টিআইবি

১৪

ছিনতাই করতে ব্যবসায়ীকে গুলি করল পুলিশ-বিজিবির ৩ সদস্য

১৫

৪০০ সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে মামলা হবে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১৬

সাফ নারী চ্যাম্পিয়নশিপ / শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের রক্ষা

১৭

চুয়াডাঙ্গায় হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা কারাগারে

১৮

সালিশে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

১৯

হরিণের মাংসসহ দুই শিকারি আটক

২০
X