জাতীয় দলের কোচ হিসেবে কাজ না করার বিষয়ে বাংলাদেশের জনপ্রিয় স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার মতামত তুলে ধরেছেন। বিসিবির অধীনে ভিনদেশি কোচদের কোচিংয়ে জাতীয় দলের উন্নতি প্রশ্নবিদ্ধ হলেও, কোটি কোটি টাকা খরচ করে বিদেশি কোচ আনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই প্রেক্ষাপটে, দেশীয় কোচদের দায়িত্ব দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছে, আর সেই তালিকায় শীর্ষ নামগুলোর মধ্যে অন্যতম সালাউদ্দিন।
শনিবার (১৯ অক্টোবর) শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে তিনি এ বিষয়ে খোলাখুলি কথা বলেন। সালাউদ্দিন উল্লেখ করেন যে, তার জাতীয় দলে কাজ না করার দুটি প্রধান কারণ আছে- প্রথমটি অর্থনৈতিক এবং দ্বিতীয়টি পূর্বের সহকারী কোচ হিসেবে কাজ করার সময় পাওয়া অবহেলা ও অনাদর।
সালাউদ্দিন জানান, ‘একেবারে যে ইচ্ছে নেই, তা নয়। ইচ্ছে আছে, কিন্তু সবকিছুই মেলাতে হয়। আমি বোর্ডের সঙ্গে গত ১০-১৫ বছর কোনো চুক্তিতে ছিলাম না। এই সময়ে আমার জীবনযাত্রা বাইরের আয়োজকদের ওপর নির্ভরশীল ছিল। তাই হুট করে বোর্ডের কাজ নেওয়া আমার জন্য সহজ নয়।’
তিনি আরও উল্লেখ করেন যে, যেহেতু তিনি বাইরের প্রতিষ্ঠানের সঙ্গে এতদিন কাজ করে জীবনযাপন করেছেন, তাই হুট করে তাদের ফেলে জাতীয় দলে যোগ দেওয়া সম্ভব নয়। সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
এছাড়াও, সালাউদ্দিন একটি ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন, যা তাকে এখনও কষ্ট দেয়। একবার জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করার পর, হুট করে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘আমি যখন সহকারী কোচ ছিলাম, তখন হঠাৎ করে আমাকে জানানো হলো না, শুধু টিভিতে দেখে জানতে পেরেছি। এ ধরনের অভিজ্ঞতা আমাকে ব্যথিত করেছে।’
তিনি মনে করেন, কোচের নিয়োগ এবং বিদায়ের ক্ষেত্রে একটি সুষ্ঠু নীতিমালা থাকা উচিত, যা জাতীয় দলের প্রতি সম্মান ও গুরুত্ব বাড়াবে। সালাউদ্দিন যোগ করেন, ‘যেমন হাথুরুসিংহেকে বাদ দেওয়ার সময় তাকে জানানো হয়েছিল। আমাদের ক্ষেত্রেও এমন হওয়া উচিত।’
তার মন্তব্য থেকে স্পষ্ট, দেশের কোচ হওয়ার ইচ্ছা তার আছে, কিন্তু তিনি চান এটি যেন সঠিকভাবে এবং সম্মানের সঙ্গে হয়।
মন্তব্য করুন