স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হাথুরুসিংহের চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে অনুমোদন

হাথুরুসিংহের চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে অনুমোদন দিয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত
হাথুরুসিংহের চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে অনুমোদন দিয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের অভিযোগে হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিবি। একই সঙ্গে নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তিও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দুবাই থেকে জুমের মাধ্যমে যোগ দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিটিংয়ে উপস্থিত একজন পরিচালক বাংলাদেশের সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত মঙ্গলবার বিসিবি হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আইনি জটিলতার কারণে প্রাথমিকভাবে তাকে শোকজ ও সাসপেন্ড করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হলো।’

হাথুরুসিংহের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল একজন ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা। যদিও বিসিবি সভাপতি সরাসরি নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ভুক্তভোগী ক্রিকেটার ছিলেন নাসুম আহমেদ। এ ঘটনায় বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটারকে শারীরিকভাবে আঘাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য যে শাস্তি দেওয়া হয়েছে, সেটাই উপযুক্ত।’

এছাড়া হাথুরুসিংহের বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল দীর্ঘ সময় ধরে ছুটি কাটানোর। ফারুক জানান, ‘তিন মাসের বেশি সময় ছুটি কাটানোও অসদাচরণের মধ্যে পড়ে। তার জবাবদিহি থাকা উচিত ছিল, যা তিনি করেননি।’

হাথুরুসিংহে প্রথমবার বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত। ২০২৩ সালে তিনি আবারও দলের কোচ হিসেবে যোগ দেন। যদিও এইবারও চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার অধ্যায়ের ইতি ঘটল।

ফিল সিমন্সকে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত বিসিবি ইতোমধ্যে অনুমোদন করেছে, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও সড়ক অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আজারবাইজান

আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট না দিলে ওই ভোট পঁচে যায় : ড. শফিকুল ইসলাম

২২ হাজার সরকারি কর্মকর্তা নিয়োগের ঘোষণা আসছে

শেয়ার মার্কেটেও কারসাজি বীকনের, পিওনদেরও কোটি কোটি টাকার শেয়ার

জামালপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

এবার জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলা

হংকংয়ে কোম্পানি খুলেছেন সাবেক এমপি, অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা

১০

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৭

১১

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির সাহসী পদক্ষেপ : এরদোয়ান

১২

সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১৩

স্বাস্থ্যকেন্দ্রে নেই ডাক্তার, রোগী দেখছেন ফার্মাসিস্ট

১৪

জাংক ফুড খেলে কি স্মৃতিশক্তি কমে যায়? 

১৫

‘রোহিঙ্গা সংকট কক্সবাজারের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে’

১৬

জলবায়ু সম্মেলন / বছরে ৩০০ বিলিয়ন ডলার পাবে দরিদ্র দেশগুলো

১৭

‘শেখ হাসিনা আ.লীগকে কবর দিয়েছেন’

১৮

স্ত্রীকে শেষ কথা শহীদ জামালের / তুমি বাড়ি যাও, আমি আসছি

১৯

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রাম

২০
X