স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হাথুরুসিংহের চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে অনুমোদন

হাথুরুসিংহের চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে অনুমোদন দিয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত
হাথুরুসিংহের চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে অনুমোদন দিয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের অভিযোগে হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিবি। একই সঙ্গে নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তিও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দুবাই থেকে জুমের মাধ্যমে যোগ দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিটিংয়ে উপস্থিত একজন পরিচালক বাংলাদেশের সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত মঙ্গলবার বিসিবি হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আইনি জটিলতার কারণে প্রাথমিকভাবে তাকে শোকজ ও সাসপেন্ড করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হলো।’

হাথুরুসিংহের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল একজন ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা। যদিও বিসিবি সভাপতি সরাসরি নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ভুক্তভোগী ক্রিকেটার ছিলেন নাসুম আহমেদ। এ ঘটনায় বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটারকে শারীরিকভাবে আঘাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য যে শাস্তি দেওয়া হয়েছে, সেটাই উপযুক্ত।’

এছাড়া হাথুরুসিংহের বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল দীর্ঘ সময় ধরে ছুটি কাটানোর। ফারুক জানান, ‘তিন মাসের বেশি সময় ছুটি কাটানোও অসদাচরণের মধ্যে পড়ে। তার জবাবদিহি থাকা উচিত ছিল, যা তিনি করেননি।’

হাথুরুসিংহে প্রথমবার বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত। ২০২৩ সালে তিনি আবারও দলের কোচ হিসেবে যোগ দেন। যদিও এইবারও চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার অধ্যায়ের ইতি ঘটল।

ফিল সিমন্সকে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত বিসিবি ইতোমধ্যে অনুমোদন করেছে, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ 

মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে যুবক নিহত

সেকেন্ডেই সব ধ্বংস, কেন এই বোমার তাণ্ডব চালাল চীন

আর্থিক প্রতিষ্ঠানে এসি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের নতুন পদক্ষেপ

কক্সবাজারে গিয়ে নিখোঁজ এক গ্রামের ৬ জন

বিশ্ব ধরিত্রী দিবস আজ

সংবাদ সম্মেলন করে আ.লীগের কার্যালয়ের দখল ছাড়ল বিএনপি

ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে চীন  

আজকের দিন কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

গাজায় বেঁচে থাকার লড়াই, মৃত্যুর মিছিলে আরও ২৯

১০

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

২২ এপ্রিল : টিভিতে আজকের খেলা

১২

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করে নারীদের বিক্ষোভ

১৩

যুদ্ধবিরতির নতুন প্রস্তাবনায় গাজা উপত্যকা

১৪

২২ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

২২ এপ্রিল : জেনে নিন আজকের নামাজের সময়সূচি

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

টেকনাফ যৌথবাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১৮

শিক্ষার্থী হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

সরকারি চালসহ কৃষকদল নেতা ধরা, দল থেকে বহিষ্কার

২০
X