স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১০:৫৯ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘জুম মিটিং’ থেকে আসবে সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও প্রথমে তার খেলার ব্যাপারে সবকিছুই ঠিকঠাক ছিল, তবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

বুধবার (১৬ অক্টোবর) বিসিবির মিডিয়া উইং থেকে প্রকাশিত এক ভিডিওতে প্রধান নির্বাচক হান্নান সরকার জানান, সাকিবের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বোর্ড থেকে সবুজ সংকেত পাওয়া গেছে এবং তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তার দেশে ফেরা ও খেলা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাকিববিরোধী আন্দোলনের পর।

সাকিব যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত তাকে দুবাইতে অবস্থান করতে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সাকিবের দেশে ফেরা এবং তার খেলার সম্ভাবনা নিয়ে বিসিবি আজ বৃহস্পতিবার দুপুরে একটি ‘জুম মিটিং’ আয়োজন করেছে। বোর্ড পরিচালকদের এই বৈঠকে সাকিবের ফেরা এবং পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং সিইও নিজামউদ্দীন চৌধুরী দুবাইতে আইসিসির সভায় যোগদান করার কারণে তাদের সরাসরি মতামত নেওয়া কঠিন হয়ে পড়েছে। তবে অনলাইনে এই মিটিংয়ে বোর্ড সদস্যরা সাকিবের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং সিদ্ধান্ত দেবেন।

এদিকে সাকিবের দেশে ফেরা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার নিরাপত্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিববিরোধী আন্দোলন মাথাচাড়া দেওয়ায় তার ফেরা ঝুঁকিপূর্ণ হতে পারে। আজকের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে, সাকিব দেশে ফিরতে পারবেন কিনা এবং নিরাপত্তা নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কিনা।

বিসিবির সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত সাকিবকে ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয়নি। এখন দুপুর ১২টার ‘জুম মিটিং’ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরই জানা যাবে, তিনি দেশে ফিরছেনন নাকি ভারতেই শেষ টেস্ট খেলে ফেলেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী জামিল হত্যা / স্ত্রী মৌসুমি জামিলসহ তিনজনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড 

আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ  

জাতীয় স্মৃতিসৌধে পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা

ছাত্র সমাজের সভাপতি-সাধারণ সম্পাদকের পদত্যাগ

নতুন পরিচয়ে ঢাকায় পিটার হাস, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

দুবাই থেকে সাকিব জানালেন দেশে ফিরবেন কি না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল / শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই-আগস্ট গণহত্যার বিচারকাজ শুরু

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত

আর্লি ব্যালটে জর্জিয়ার নতুন রেকর্ড

১০

ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে যুবক নিহত

১১

বাজার সিন্ডিকেট ভাঙতে শক্ত অবস্থানে সরকার : উপদেষ্টা আসিফ

১২

শেখ হাসিনাসহ ৫০ জনের গ্রেপ্তারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন

১৩

সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪৯৮ জনের : যাত্রী কল্যাণ সমিতি

১৪

শুধু বাংলাদেশেই ১ কোটির বেশি ভিডিও ডিলিট করল টিকটক

১৫

দুই কোরিয়ার মধ্যে সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন

১৬

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় যুবক আটক

১৭

কারাগারে ড. আব্দুর রাজ্জাক, নতুন মামলায় গ্রেপ্তার

১৮

রিমান্ড শেষে কারাগারে ফারুক খান

১৯

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার কী পরিস্থিতি?

২০
X