দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে রয়েছেন সাকিব আল হাসান, যিনি মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন। বিসিবি সাকিবকে রেখেই তাই দল ঘোষণা করেছে।
সাকিব আগেই জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ ম্যাচ। যদিও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তার অংশগ্রহণ নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি দলে জায়গা পেয়েছেন এবং টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। বুধবার সকালে দক্ষিণ আফ্রিকা দল ঢাকায় পৌঁছেছে। একই দিনে বাংলাদেশ দলের নতুন কোচ ফিল সিমন্সও ঢাকায় এসে যোগ দিয়েছেন। এর আগে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানান।
প্রথম টেস্টের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
এটি সাকিবের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য একটি আবেগঘন বিদায় হতে চলেছে।
মন্তব্য করুন