মুলতানে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে বোলারদের তুলোধুনো করে রীতিমতো ব্যাটিং তাণ্ডব দেখাচ্ছেন ব্যাটাররা। যে ঝড়ের এক মহাকাব্যিক প্রদর্শনী দেখালেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক, করলেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ইংল্যান্ড অধিনায়ক ওলি পোপের ইনিংস ঘোষণার আগ পর্যন্ত কেউই তাকে থামাতে পারছিল না, শেষমেশ ব্রুক নিজেই থামেন ৩১৭ রানের এক অনবদ্য ইনিংসে। ইংল্যান্ড থামে ৮২৩ রানে।
এই অসাধারণ পারফরম্যান্সে ব্রুক হয়ে উঠলেন ইংল্যান্ডের ষষ্ঠ ব্যাটার, যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ এই মাইলফলক ছুঁয়েছিলেন গ্রাহাম গুচ, ৩৪ বছর আগে। গুচ ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডসে ৩৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি এখন খুবই বিরল ঘটনা। এর আগে ২০১৯ সালে সর্বশেষ ট্রিপল সেঞ্চুরি দেখা গিয়েছিল এবং সেটিও পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৫ রান করেছিলেন। তাই এই দশকে ব্রুকের ট্রিপল সেঞ্চুরি প্রথম।
ব্রুক তার ৩১৭ রানের ইনিংসটি ৩১০ বলের মুখোমুখি হয়ে খেলেছেন, যা টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি। দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড রয়েছে ভারতের বীরেন্দর শেবাগের দখলে, যিনি ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে এই কীর্তি গড়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে ব্রুকের এটি চতুর্থ টেস্ট এবং তিনি প্রতিটি টেস্টেই সেঞ্চুরি করেছেন, যার মধ্যে এই মহাকাব্যিক ট্রিপল সেঞ্চুরিও রয়েছে।
এটি টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম ট্রিপল সেঞ্চুরি। প্রথমবারের মতো ১৯৫৮ সালে কিংবদন্তি গ্যারি সোবার্স পাকিস্তানের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রান সংগ্রহ করেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের সর্বোচ্চ সংগ্রহ। পাকিস্তানের বিপক্ষে এই বিশাল স্কোর কোনো দলেরও সর্বোচ্চ সংগ্রহ। এমনকি এই ম্যাচে প্রথমবারের মতো পাকিস্তানের ৫ জন বোলার ১০০ রানের বেশি খরচ করেছেন।
মুলতানে ইংল্যান্ডের এই ব্যাটিং ঝড়ের পর পাকিস্তানের জবাব দেখার অপেক্ষা।
মন্তব্য করুন