প্রথম ম্যাচে ভারতের কাছে ভরাডুবির পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সিরিজ বাঁচাতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের জন্য, কারণ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। অন্যদিকে, ভারতের সামনে রয়েছে সিরিজ নিশ্চিত করার সুযোগ।
দিল্লিতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্তের পিছনে অবশ্য দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব পড়তে পারে, যা ব্যাটিং দলের জন্য সুবিধাজনক হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল দ্বিতীয় ম্যাচের জন্য একটিমাত্র পরিবর্তন এনেছে। বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে একাদশ থেকে বাদ দিয়ে তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার তানজিম হাসান।
বাংলাদেশ দলে পরিবর্তন এলেও ভারত আগের ম্যাচের দল নিয়েই মাঠে নামছে।
বাংলাদেশের একাদশ-
পারভেজ হোসেন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ-
সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নিতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়শিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।
মন্তব্য করুন