ম্যাচ পাতানোর শাস্তি নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফেরেন মোহাম্মদ আশরাফুল। ঘরোয়া ক্রিকেটের কয়েকটি মৌসুম খেললেও আগের মতো সফলতা আসেনি। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও গত বছর ইতি টানেন খেলোয়াড়ি জীবনের। দুবাই অংশ নেন লেভেল-৩ ক্রিকেট কোচিংয়ে।
এবার শুরু হবে কোচ হিসেবে আনুষ্ঠানিক যাত্রার। আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের কোচের দায়িত্ব পালন করেন তিনি। ক্রিকেটবিষয়ক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।
আশরাফুল বলেন, ‘কয়েকটা দলের সঙ্গেই আলাপ হয়েছে কাজ করার জন্য। গতবছরও আমার করার কথা ছিল। কিন্তু শেষমুহূর্তে হয়নি। তারপর বিপিএলে আমি অ্যানালাইসিস করেছে একটি চ্যানেলের হয়ে। এবারও ইচ্ছা আছে কাজ করার। কথা হচ্ছে। খুব সম্ভাবনা আছে, এইবার বিপিএলে কোচ হিসেবে কাজ করব। সেটা রংপুর রাইডার্স হতে পারে ইনশাআল্লাহ।’
বর্তমানে বেশ কয়েক জায়গায় অতিথি কোচ হিসেবে কাজ করাছেন তিনি। ফলে তরুণ ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করার প্রবণতা দেখা যায় তরুণদের মাঝে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘এখন পর্যন্ত যত জায়গায় কাজ করেছি তরুণদের সাথে, টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তাদের চিন্তাটা একদম ভিন্ন। সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে টেকনিক অতটা গুরুত্বপূর্ণ না, এটা তারা মনে করে। কিন্তু বেসিক শক্তিশালী হলে আপনি যে কোনো ফরম্যাটে খেলতে পারবেন।’
তবে আশরাফুলের চাওয়া তারা যেন টেস্ট ক্রিকেটে মনোযোগী হন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে যদি সারভাইভ করতে হয় তাহলে বেসিক শক্তিশালী না হলে সেটা বেশ কঠিন। এখনকার তরুণ ক্রিকেটারদের প্রধান খেলা হওয়া উচিত টেস্ট ক্রিকেট। ওই বেসটা যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে আপনি সব ফরম্যাটে খেলতে পারবেন।’
মন্তব্য করুন