গোয়ালিয়রের সিন্ধিয়া স্টেডিয়ামে রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর, টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। তবে তাদের বড় চ্যালেঞ্জ হবে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নামা।
সাকিব ইতোমধ্যেই কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি জাতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। ফলে ভারতের বিপক্ষে দলের অন্যতম সেরা খেলোয়াড়কে ছাড়া মাঠে নামতে হবে বাংলাদেশকে। সাকিববিহীন একাদশ নিয়ে টাইগারদের কীভাবে পরিকল্পনা সাজানো হবে, তা নিয়ে আলোচনা চলছে।
অবশ্য সাকিববিহীন ম্যাচে বাংলাদেশ খেলার অভিজ্ঞতা আছে, এমনকি সাকিবকে ছাড়াও বেশ কিছু ম্যাচে জয়ও এসেছে। তবে এবার পরিস্থিতি একটু আলাদা, কারণ সাকিবের শূন্যতা পূরণ করা এখন বড় চ্যালেঞ্জ হবে।
সাকিবের পরিবর্তে মেহেদী মিরাজের সুযোগ
সাকিবের অনুপস্থিতিতে মেহেদী হাসান মিরাজকে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও তিনি টেস্ট ও ওয়ানডেতে নিয়মিত, তবে টি-টোয়েন্টিতে সম্প্রতি খুব বেশি সুযোগ পাননি। সর্বশেষ তিনি গত বছর আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন। তবে প্রথম একাদশে মিরাজের জায়গা পাওয়া এখনো অনিশ্চিত। শেখ মেহেদী হাসান এগিয়ে থাকতে পারেন তার চেয়ে, যিনি স্পিনিং অলরাউন্ডার হিসেবে একাদশে থাকতে পারেন। এ ছাড়া অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও প্রয়োজনে বোলিংয়ে ভূমিকা রাখতে পারেন।
সম্ভাব্য একাদশে পেস ও স্পিন সংমিশ্রণ
বাংলাদেশের সম্ভাব্য একাদশে দেখা যেতে পারে তিন পেসার এবং একজন বিশেষজ্ঞ স্পিনারকে। তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানের একাদশে থাকা প্রায় নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলামের মধ্যে একজন সুযোগ পাবেন। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তানজিম এগিয়ে থাকতে পারেন। স্পিন বিভাগে রিশাদ হোসেন থাকবেন, যিনি শেষের দিকে কার্যকরী ব্যাটারও হতে পারেন।
ব্যাটিং অর্ডারে ওপেনার হিসেবে লিটন দাসের সঙ্গী হতে পারেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিন নম্বরে, আর মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিকের থাকার সম্ভাবনা রয়েছে। লোয়ার মিডল অর্ডারে শেখ মেহেদী হাসানও থাকতে পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান/মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব/শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন