ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন সাকিব আল হাসান। সেখানে খেলছেন সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে। নিজের প্রথম ম্যাচে ব্যর্থ তিনি। এতে হেরেছে তার দল লস অ্যাঞ্জেলেসও।
টি-টেন ক্রিকেটে এবার ফ্র্যাঞ্চাইজির নাম বদলে হয়েছে লস অ্যাঞ্জেলেস ওয়েভস। দলের অধিনায়ক সাকিব। ইউনিভার্সিটি অব টেক্সাস স্টেডিয়ামে সাকিবের লস অ্যাঞ্জেলেস ওয়েভসের বিপক্ষে ১৯ রানের জয় পায় নিউইয়র্ক লায়নস।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লস অ্যাঞ্জেলেস ওয়েভসের অধিনায়ক সাকিব। বল হাতে এক ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। আর টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটে ১২৬ রান করে নিউইয়র্ক লায়নস।
২৮ বলে ৫৩ রান করেন দলটির অধিনায়ক সুরেশ রায়না। ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা এ ক্রিকেটার তিন নম্বরে নেমে ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকান। জবাবে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ১০৭ রান করে সাকিবের দল লস অ্যাঞ্জেলেস ওয়েভস।
প্রথম বলে উইকেট হারায় তারা। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার অ্যাডাম রসিংটনের সঙ্গে ২৮ রানের জুটি গড়েন তিনি, যা তাদের ইনিংসের সর্বোচ্চ। ১৬ বলে ১৩ রান করা বাংলাদেশ অলরাউন্ডারকে সাজঘরে ফেরান তাবরাইজ শামসি।
মন্তব্য করুন