স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০২:৩৩ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে হারানোর পরিকল্পনা জানালেন হৃদয়

সতীর্থদের সঙ্গে অনুশীলনে তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত
সতীর্থদের সঙ্গে অনুশীলনে তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত

টেস্ট সিরিজ শেষে অপেক্ষা টি-টোয়েন্টির রোমাঞ্চের। রোববার (৬ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

প্রথম ম্যাচ ঘিরে নিজেদের লক্ষ্য ও পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশের তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়। শনিবার (৫ অক্টোরব) ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মারকুটে এ ব্যাটসম্যান নিজেদের লক্ষ্য নিয়ে বলেন, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব।’

প্রথম ম্যাচের ভেন্যু গোয়ারিয়রের আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতো। তাই এখানকার গরম নিয়ে চিন্তত নয় বাংলাদেশ দল। হৃদয় বলেন, ‘এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমি মনে করি, আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করব। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। আমরা এই গরমে খেলে অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া।’

ভারত-বাংলাদেশের এ ম্যাচ দিয়ে অভিষেক হবে গোয়ারিয়রের এই স্টেডিয়ামের। তাই উইকেট সম্পর্কে খুব ভালো ধারণা নেই কারও। ঘরোয়া ক্রিকেট থেকে প্রাপ্ত তথ্য দিয়ে রণকৌশল সাজাতে চায় বাংলাদেশ। হৃদয় বলেন, ‘আমরা এখানে দুই দিন অনুশীলন করলাম। উইকেট কিছুটা মন্থর ও নিচু। আমরা মাঠকর্মীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। ঘরোয়া ক্রিকেটের কিছু ম্যাচও হয়েছে এখানে। মনে হচ্ছে উইকেটটা মন্থরই হবে। আমরা আমাদের মতো খেলার চেষ্টা করব।’

নিজেদের পরিকল্পনা নিয়ে তরুণ এ ব্যাটার বলেন, ‘দলের পরিকল্পনা তো এখানে বলতে পারব না। অবশ্য পরিকল্পনাটা আমাদের ভেতরেই থাক। এখানে যে উইকেট আমার কাছে মনে হয় আগে কি হয়েছে এটা নিয়ে আমরা খুব বেশি ফোকাস না করি। এই উইকেট এখানে কি ডিমান্ড করে, সে অনুযায়ী আমরা এক্সিকিউশন করার চেষ্টা করব এবং আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে, সে অনুযায়ী পারফর্ম করার চেষ্টা করব।’

টেস্ট সিরিজে হারলেও টি-টোয়েন্টিতে ভারতকে হারানোর সুযোগ রয়েছে বলে মনে করেন হৃদয়, ‘আমরা যখন মাঠে খেলতে নামি তখন প্লেয়ার কে আছে কে নেই, এগুলো ওভাবে মাথায় কাজ করে না। আমরা সবসময় আমাদের দিকটা ফোকাস করি। আমাদের যে প্রক্রিয়া আছে সেগুলো মেনটেইন করার চেষ্টা করি। হয়তো বা সুযোগ আছে হারানোর, এমন না যে তাদের বড় দলকে আমরা হারাইনি। বড় দল-ছোট দল বলে টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু নেই। আমার কাছে মনে হয় নির্দিষ্ট দিনে যে ভালো করবে সেই (জিতবে)।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবির অপহৃত ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত

দুপুরের মধ্যে তিন বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা  

আরও ৩২ মৃত্যু / প্রজন্মের সবচেয়ে বড় মানবিক ব্যর্থতার নাম গাজা

আপত্তিকর ব্যানার নিয়ে উদ্বেগ-নিন্দা সিইউজের

ডিএনসিসির গণশুনানিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হট্টগোল, ধাক্কাধাক্কি

আমরা ফের রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুরুল হক নুর

দেড় যুগ পর দেশে ফিরলেন জিয়া পরিষদ নেতা জলিল খান

জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

কালবেলার নামে সালাউদ্দিন আহমেদকে নিয়ে ভুয়া কার্ড প্রচার

জহিরের শাস্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

১০

টেস্ট ছাপিয়ে আলোচনায় ফ্র্যাঞ্চাইজি লিগ

১১

গাজাবাসীর সহায়তায় ১২ লাখ টাকা অনুদান দিলেন চসিক মেয়র

১২

নড়াইলে সৌদি প্রবাসী হত্যা, হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম

১৩

সাবেক এমপি বাহারের কুমিল্লার বাড়ি-জমি জব্দের আদেশ

১৪

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের দুদফা হামলা

১৫

রাজনৈতিক অপতথ্য প্রচারের নতুন কৌশল ব্লগস্পটের ফ্রি ডোমেইন

১৬

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান : রাষ্ট্রদূত সাইদা শিনিচি

১৭

‘কৃষি ইনইস্টিটিউটের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কাজ করছে মন্ত্রণালয়’

১৮

স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা হিরো আলমের

১৯

জর্ডানে প্রস্তুতি ম্যাচ খেলবে নারী ফুটবল দল

২০
X