দেশের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তার অধিনায়কত্বে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ শনিবার (৫ অক্টোবর) জন্মদিন তার। ১৯৮৩ সালে আজকের এই দিনে নড়াইলে জন্মগ্রহণ করেন মাশরাফী।
অন্য অনেকের মতো জাতীয় দলের সাবেক সতীর্থরা তাকে শুভেচ্ছা বার্তা দিচ্ছে। এদের মধ্যে এগিয়ে মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফীর সঙ্গে তার একটি ছবি পোস্ট করেন মুশফিক। আর ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন ম্যাশ।’
মাত্র ১৮ বছর বয়সে ২০০১ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মাশরাফীর। বৃষ্টির কারণে ম্যাচটি ড্র হলেও চার উইকেট শিকার করে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস।
জিম্বাবুয়ের বিপক্ষে একই সফরের ওয়ানডে সিরিজে লাল-সবুজ জার্সিতে পথচলা শুরু হয় তার। মাত্র ২৬ রানে দুই উইকেট শিকার করলেও বাংলাদেশ হেরে যাওয়ায় রাঙানো হয়নি ওয়ানডে অভিষেকটা।
মন্তব্য করুন