বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে নান্দ্রে বার্গারের সার্ভিস পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। পিঠের চোটের কারণে শুরুর আগেই বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে এ পেস অলরাউন্ডারের।
শুক্রবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বার্গারের পিঠের চোটের কথা জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। মেরুদণ্ডের নিচের অংশে চোট পেয়েছেন ২৯ বয়সী এ বোলিং অলরাউন্ডার। অনুশীলন পর্বে অস্বস্তি বোধ করায় পরীক্ষা করানো হয়েছিল। তাতেই পিঠের চোট ধরা পড়ে।
সংযুক্ত আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে বার্গারের বদলি হিসেবে কাউকে নেওয়া হবে কি না, এখনো নিশ্চিত করা হয়নি। বাংলাদেশ সফরে এ পেসারের পরিবর্তে কাকে নেওয়া হবে এটা পরে জানানো হবে।
দুই পেসার কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন ছাড়াও বাংলাদেশ সফরের তালিকায় আছেন পেস অলরাউন্ডার ভিয়ান মুল্ডার। তাদের পাশে বার্গারের বদলি হিসেবে আরেকজনকে যুক্ত করা হবে।
দুই টেস্টের সিরিজ খেলতে ১৬ অক্টোবর ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা দল। ঢাকায় ২১ থেকে ২৫ অক্টোবর প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
মন্তব্য করুন