টেস্টের অন্তত আড়াই দিনই ভেসে যায় বৃষ্টিতে। এমন ম্যাচও যে হারা যায়, তা দেখিয়ে ছিল বাংলাদেশ। টাইগারদের দেওয়ার ৯৫ রানের টার্গেটে ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জিতে যায় ভারত। চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের হারায় ভারত।
ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশের পর, এবার ভারতের কাছে ধবল ধোলাই হলো নাজমুল হোসেন শান্তর দল।
কানপুরের গ্রিন পার্কে টেস্টের শেষ দিন মঙ্গলবার (১ অক্টোবর) দ্বিতীয় ইনিংসে বাজে ব্যাটিংয়ের উদাহরণ তৈরি করে বাংলাদেশের ব্যাটাররা। ফলে গুটিয়ে যায় ১৪৬ রানে। ফলে চতুর্থ ইনিংসে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৯৫ রান।
বৃষ্টির পর আউট ফিল্ড না শুকানোয় ভেসে যায় টেস্টের প্রায় আড়াই দিন। দুর্দান্ত বোলিংয়ের পর মারমুখি ব্যাটিংয়ে জয় আদায় করে নেয় ভারত। তাও শেষ দিনের অর্ধেক সময় বাকি থাকতে।
দুই দল চার ইনিংসে খেলেছে সর্বমোট ১৭৩.২ ওভার। তাই বলা যায় সব মিলিয়ে দুই দিনেরও কম সময় হয়েছে টেস্টের খেলা। পঞ্চম ও শেষ দিনে ২ উইকেটে ২৬ রান নিয়ে ব্যাট করতে নামেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। শুরুতেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুলের উইকেট হারায় বাংলাদেশ।
সে ধাক্কা সামলে ওপেনার সাদমানকে ৫৫ রানের জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ করতে দিয়ে উইকেট বিলিয়ে দেন টাইগার অধিনায়ক। অর্ধশতক করে শান্ত বিদায় নেওয়ার পর নামে ধস।
২ রানে ফেরেন লিটন দাস, সম্ভাব্য শেষ টেস্ট ইনিংসে সাকিব আল হাসান আউট হন শূন্য রানে। মেহেদী হাসান মিরাজও পারেননি টিকতে। একপ্রান্তে লড়াই করতে থাকা মুশফিকুর রহিম বোল্ড হন লাঞ্চ বিরতিতে যাওয়ার আগের বলে।
৫৫ রানে শেষ ৭ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯৫ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে রোহিত শার্মা (১০) ও শুভমান গিল (৬) দ্রুত সাজঘরে ফিরলেও বিপদ হয়নি ভারতের। ৪৫ বলে ৫১ রান করেন স্বাগতিকদের জয় নিশ্চিত করে যশ্বীয় জয়সওয়াল। আর ২৯ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি।
দুই ইনিংসে ঝোড়ো অর্ধশতক করায় ম্যাচসেরার পুরস্কার জেতন জয়সওয়াল। আর সেঞ্চুরিসহ ১১ উইকেট শিকার করায় সিরিজ সেরা হয় রবিচন্দ্রন অশ্বিন।
এখন তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুদল। এরপর প্রথমটি মাঠে গড়বে রোববার।
মন্তব্য করুন