কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। মাত্র ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন আগের ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল হক। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলটি অনেকটা অফস্ট্যাম্পের বাইরে থাকলেও, মুমিনুল সুইপ শট খেলার চেষ্টা করেন। সেঞ্চুরির ইনিংসেও তিনি অনেক সুইপ শট খেলেছিলেন, তবে এবার লেগ স্লিপে দাঁড়িয়ে থাকা লোকেশ রাহুলের হাতে ধরা পড়ে তার ক্যাচ।
বাংলাদেশের স্কোর তখন ৩ উইকেটে ৩৮ রান। প্রথম দুই ওভারে ১০ রান তুলে দলের শুরুটা আশাব্যঞ্জক মনে হলেও, তৃতীয় ওভারে মুমিনুলের বিদায়ে আবারও চাপে পড়ে দলটি। তবে অধিনায়ক শান্ত ও ওপেনার সাদমান মিলে সে চাপ সামলে বাংলাদেশকে লিড এনে দিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৭ রান। ভারতের চেয়ে ৫ রানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল।
এর আগে পঞ্চম দিনের প্রথম বলেই মুমিনুল এক রান নেন, আর সাদমান ইসলামের ব্যাট থেকে আসে একটি বাউন্ডারি। দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরার ওভার থেকেও ৫ রান তোলে বাংলাদেশ, যেখানে সাদমানের আরেকটি বাউন্ডারি ছিল উল্লেখযোগ্য।
কিন্তু এরপরই অশ্বিনের আঘাতে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে তখনো ১৪ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে বড় সংগ্রহ দাঁড় করাতে হলে দারুণ এক জুটি প্রয়োজন ছিল। সেরকম কিছুরই ইঙ্গিত দিচ্ছেন এই দুই ব্যাটার।
এর আগে চতুর্থ দিনে ভারতের ইনিংসে মাত্র ৩৫ ওভার ব্যাট করেই ৫২ রানের লিড নেয় তারা। প্রথম ইনিংসে ওপেনার জাকির হাসানের দ্রুত বিদায়ের পর নাইটওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদও সুবিধা করতে পারেননি।
মন্তব্য করুন