রবিচন্দ্রন অশ্বিনকে হাঁটু গেড়ে সুইপ! ডিপ মিড উইকেট ও ফাইনলেগের মাঝখান দিয়ে বলটি চলে যায় বাউন্ডারির বাইরে। এতে শতকের উল্লাসে মেতে উঠেন মুমিনুল হক।
কানপুর টেস্টের চতুর্থ দিনে অনেকটা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে শতকটি তুলে নেন বাঁহাতি এ ব্যাটার। অন্য ব্যাটাররা যখন আসা-যাওয়ার মিছিলে, তখন এক প্রান্ত আগলে রেখে এ শতক করেন তিনি। টেস্ট ক্যারিয়ারের বাঁহাতি ব্যাটারের ১৩তম শতক এটি।
মুমিনুলের শতকের সঙ্গে বাংলাদেশও পূর্ণ করে ২০০ রানের কোটা। চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ২০৫।
এ সময় মুমিনুল ১০২ ও মেহেদী হাসান মিরাজ ২ রানে অপরাজিত আছেন।
এর আগে দুইদিন পর শুরু হয় কানপুর টেস্ট। চতুর্থ দিনে ব্যাট করতে নামে প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল। ব্যক্তিগত ১১ রানে জসপ্রিত বুমরার বলে বোল্ড হন মুশফিক।
দারুণ শুরু করেছিলেন লিটন দাস। তবে মোহাম্মদ সিরাজকে তুলে মারতে গিয়ে মিড অফে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন লিটন (১৩)। কানপুর টেস্ট শুরুর আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। ফলে এ টেস্টে সকলের চোখ ছিল তার ওপর।
তবে অশ্বিনের বলে দুর্দান্ত এক ক্যাচে সাকিবকে সাজঘরের পথ দেখান সিরাজ। তবে অপর প্রান্তে অবিচল ছিলেন মুমিনুল। অশ্বিনকে চার মেরে তিনি ছুঁয়েছেন তিন অংকের ম্যাজিক ফিগার। দেশের বাইরে এটি তার দ্বিতীয় শতক। এর আগে ২০২১ সালে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে প্রথম শতক করেছিলেন মুমিনুল।
মন্তব্য করুন