স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চতুর্থ দিনের শুরুতে সাজঘরে মুশফিক-লিটন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয় বাংলাদেশ সকাল ১০টায়। তবে ভারতের বিপক্ষে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রান যোগ করেই আউট হয়ে গেছেন মুশফিকুর রহিম।

প্রথম দিনের খেলা শেষে ৬ রানে অপরাজিত থাকা ডানহাতি অভিজ্ঞ এ ব্যাটার ব্যক্তিগত ১১ রানে জসপ্রিত বুমরার বলে বোল্ড হন মুশফিক। আর মোহাম্মদ সিরাজের শিকার হন লিটন দাস (১৩)।

কানপুর টেষ্টের দ্বিতীয় ও তৃতীয় দিন ভেস্তে যায় বৃষ্টিতে। তৃতীয় দিন রোববার (২৯ সেপ্টেম্বর) দূর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে মাঠে জমে থাকা পানি অপসারণ করতে না পারায় মাঠে গড়ায়নি খেলা।

তৃতীয় দিন শেষেই একরকম নিশ্চিত ছিল চতুর্থ দিন সোমবার (৩০ সেপ্টেম্বর) মাঠে গড়াবে খেলা। শঙ্কা ছিল ভেজা আউটফিল্ড আর আলোকস্বল্পতা নিয়ে। তবে সব শঙ্কাকে পাশ কাটিয়ে মাঠে গড়ায় খেলা।

এর আগে আউটফিল্ড ভেজা নাকি আলোকস্বল্পতা, এই লুকোচুরিতে শেষ হয় বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর নাটক। গত ২৯ সেপ্টেম্বর কানপুরে সকাল থেকে বৃষ্টি ছিল না। তবে মাঠ ভেজা থাকায় খেলা শুরু করার মতো অবস্থা ছিল না।

তবে এ নিয়ে নাটক কম হয়নি। সকাল থেকে শুরু হয় কভার থেকে পানি সরানোর কাজ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় প্রথমবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। মাঠকর্মীদের সঙ্গে কথা বলে জানান এখন দিনের খেলা শুরু করা সম্ভব নয়।

তখন জানানো হয় দুপুর সাড়ে ১২টায় আবারও পরিদর্শন করা হবে মাঠ। তবে এ সময় পরিদর্শন শেষে তৃতীয় দিনের খেলা শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি আম্পায়াররা।

তখনো মাঠে আসেননি দুই দলের ক্রিকেটাররা। তাদের জানানো হয় মাঠ ভেজা থাকায় তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হবে। এদিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম স্কোরারের এক কথায় খেলা শুরু না করার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

দুপুর আড়াইটার দিকে মাঠে নেমে চারপাশ পা দিয়ে পরীক্ষা করতে দেখা যায় ম্যাচ অফিসিয়ালদের। মাঠের একপাশে এসে দাঁড়িয়ে যান তারা। অন্যদেরও ডেকে মাঠ যে কতটা ভেজা ও নরম হয়ে আছে সেটাই দেখালেন। এরপর জানালেন পরবর্তী পর্যবেক্ষণ হবে স্থানীয় সময় দুপুর ২টায়। এ সময় গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে স্কোরার হুট করে বললেন, আলোকস্বল্পতার কথা।

সূর্যের প্রখরতার মধ্যেও আলোকস্বল্পতা! স্থানীয় সাংবাদিকরা এটা নিয়ে হাঁসি তামাশাও করেছিলেন। ঘটনা কিছু একটা যে লুকাচ্ছিলেন উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল।

মাঠ ভেজা দেখে তৃতীয় দিনের খেলার সমাপ্তি ডাকেন ম্যাচ অফিসিয়ালরা। এর আগে তীব্র বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিন খেলা হয় মাত্র ৩৫ ওভার।

এ সময় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ছিল তিন উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম দিনে জাকির হাসান (০), সাদমান ইসলাম (২৪) এবং নাজমুল হোসেন শান্ত (৩১) আউট হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন শিল্পের বিকাশে অবিলম্বে কমিশন গঠন করুন : এবি পার্টি 

এবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের যৌক্তিক দাবির সঙ্গে ধর্ম উপদেষ্টা একমত

ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদদের স্মৃতিফলক নির্মাণ করা হবে’

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যমত জরুরি : পররাষ্ট্র উপদেষ্টা

সাময়িক বন্ধের পর খুলল যমুনা ফিউচার পার্ক

রাজকীয় সংবর্ধনায় সিক্ত সাফজয়ী ৩ পাহাড়ি কন্যা   

মোহাম্মদপুরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

‘এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

ইউপি চেয়ারম্যানের জবাবদিহিতা নিশ্চিতে ‘হ্যালো চেয়ারম্যান’

১০

একদিনের জন্য কারাগারে যেতে হবে হলান্ডকে!

১১

বিশ্বব্যাংকের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রদর্শনী

১২

‘ফ্যাসিস্ট’ হাসিনার সরকার কাউকে রেহাই দেয়নি : রিজভী

১৩

সব সংস্কার অন্তর্বর্তী সরকারের দ্বারা সম্ভব নয় : তারেক রহমান

১৪

ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে দ্রুত আলোর পথ দেখাব : ভিসি আমানুল্লাহ

১৫

ম্যানসিটির অবনমন হলেও দলের সঙ্গে থাকার প্রতিশ্রুতি গার্দিওলার

১৬

আন্দোলনে ঢামেক শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রেরণা জুগিয়েছিল : আসিফ মাহমুদ

১৭

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে মামলা ২৭০৯ 

১৮

চাকরি দিচ্ছে ওয়ালটন, ১৮ বছর হলেই আবেদন

১৯

রাহুল-জয়সওয়ালের ব্যাটে পার্থে ভারতের দাপট

২০
X