আউটফিল্ড ভেজা নাকি আলোকস্বল্পতা, এই লুকোচুরিতে শেষ হয় বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর নাটক। কানপুরে রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি ছিল না। তবে মাঠ ভেজা থাকায় খেলা শুরু করার মতো অবস্থা ছিল না।
তবে এ নিয়ে নাটক কম হয়নি। সকাল থেকে শুরু হয় কভার থেকে পানি সরানোর কাজ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় প্রথমবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। মাঠকর্মীদের সঙ্গে কথা বলে জানান এখন দিনের খেলা শুরু করা সম্ভব নয়।
তখন জানানো হয় দুপুর সাড়ে ১২টায় আবারও পরিদর্শন করা হবে মাঠ। তবে এ সময় পরিদর্শন শেষে তৃতীয় দিনের খেলা শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি আম্পায়াররা।
তখনো মাঠে আসেননি দুই দলের ক্রিকেটাররা। তাদের জানানো হয় মাঠ ভেজা থাকায় তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হবে। এদিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম স্কোরারের এক কথায় খেলা শুরু না করার কারণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।
দুপুর আড়াইটার দিকে মাঠে নেমে চারপাশ পা দিয়ে পরীক্ষা করতে দেখা যায় ম্যাচ অফিসিয়ালদের। মাঠের একপাশে এসে দাঁড়িয়ে যান তারা। অন্যদেরও ডেকে মাঠ যে কতটা ভেজা ও নরম হয়ে আছে সেটাই দেখালেন। এরপর জানালেন পরবর্তী পর্যবেক্ষণ হবে স্থানীয় সময় দুপুর ২টায়। এ সময় গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে স্কোরার হুট করে বললেন, আলোকস্বল্পতার কথা।
সূর্যের প্রখরতার মধ্যেও আলোকস্বল্পতা! স্থানীয় সাংবাদিকদের মাঝে হাসাহাসি শুরু হয়ে গেল। ঘটনা কিছু একটা যে লুকাচ্ছিল উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, তা পরিষ্কার হয়ে গেল।
এ মাঠের ড্রেজিং ব্যবস্থা যে কতটা খারাপ সেটাও সামনে চলে এলো। পরে মাঠ ভেজা দেখে তৃতীয় দিনের খেলার সমাপ্তি ডাকেন ম্যাচ অফিসিয়ালরা। এর আগে তীব্র বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিন খেলা হয় মাত্র ৩৫ ওভার।
এ সময় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ছিল তিন উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম দিনে জাকির হাসান (০), সাদমান ইসলাম (২৪) এবং নাজমুল হোসেন শান্ত (৩১) আউট হন।
মন্তব্য করুন