স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ভেসে গেল কানপুর টেস্টের দ্বিতীয় দিন

কানপুর মাঠ। ছবি : সংগৃহীত
কানপুর মাঠ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুরে দ্বিতীয় টেস্টে বৃষ্টির দাপটে ভেসে গেছে দ্বিতীয় দিনের খেলা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে প্রথম দিন থেকেই খেলা বাধাগ্রস্ত হচ্ছিল বৃষ্টির কারণে। প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হতে পেরেছিল, শনিবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের কোনো বল মাঠে গড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আম্পায়াররা বিকেল আড়াইটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টেস্ট শুরু হওয়ার আগেই বৃষ্টির শঙ্কা ছিল। প্রথম দিন খেলা শুরু হলেও, দিনের বেশিরভাগ সময়ই মাঠে ছিল বৃষ্টির উপস্থিতি। ৩৫ ওভার খেলার পর বৃষ্টি এসে বাধা সৃষ্টি করে, যার ফলে বাকি অংশ আর খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও সেই একই চিত্র দেখা গেল। রাতভর বৃষ্টির ফলে কানপুরের মাঠ পুরোপুরি ভিজে ছিল এবং আবহাওয়া শুষ্ক না হওয়ায় খেলা শুরু করা সম্ভব হয়নি।

আজকের দিনে যাতে বেশি সময় খেলা যেতে পারে, সেই আশায় ম্যাচ শুরুর সময় আধাঘণ্টা এগিয়ে আনা হয়েছিল। তবে বৃষ্টি এবং মেঘলা আকাশ সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। মাঝে বৃষ্টি সাময়িকভাবে বন্ধ হলেও, আকাশে মেঘ জমে থাকায় নতুন করে বৃষ্টির শঙ্কা তৈরি হয়। প্রথম সেশনের খেলা তাই মাঠে নামানো সম্ভব হয়নি।

দুপুরের দিকে কানপুরের আকাশ কিছুটা পরিষ্কার হওয়ায় মাঠ প্রস্তুত করতে ৩টি সুপার সোপার দিয়ে পানি সরানোর কাজ শুরু হয়। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি, কারণ মাঠের পরিস্থিতি পুরোপুরি খেলার উপযোগী না হওয়ার পাশাপাশি আবহাওয়ার অনিশ্চয়তা থেকে যাচ্ছিল। শেষ পর্যন্ত, মাঠ প্রস্তুত না করতে পারায় এবং নতুন করে বৃষ্টি নামার সম্ভাবনা থাকায়, দিনের খেলা আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

ভারতের মাটিতে কোনো টেস্টের পুরো দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার ঘটনা বিরল। এর আগে সর্বশেষ ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্টে একই ঘটনা ঘটেছিল। সেই ম্যাচেও ভারত ছিল ফিল্ডিংয়ে। কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ায়, এখন টেস্টের বাকি তিন দিনে কতটা খেলা সম্ভব হয়, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাংলাদেশ পাইছি, চোরদের রাজা হতে দেব না : মান্না

সবার জন্য স্বাস্থ্যকর খাদ্য : দেশের বাজারে এলো ফর্টিফাইড আটা-ময়দা

সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাতিলের পক্ষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব

‘গুচ্ছের আড়ালে পাবলিক বিশ্ববিদ্যালয় ধ্বংসের পাঁয়তারা’

নিজের সম্পদের হিসেব দিলেন দুদক চেয়ারম্যান

ঢাকাস্থ আশরাফপুর বাসীর মিলনমেলা অনুষ্ঠিত 

‘পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ’

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

নরসিংদীতে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

‘শেখ হাসিনা বাংলাদেশকে শ্মশান বানিয়ে ছেড়ে দিয়েছে’

১০

গণমাধ্যম নিয়ে মানুষের মতামত জানতে সরকারি জরিপ জানুয়ারিতে

১১

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

১২

চট্টগ্রামে আসা সেই পাকিস্তানি জাহাজে কী আছে

১৩

২১ দিনে রেমিট্যান্স এলো ২৪ হাজার কোটি টাকার বেশি 

১৪

রাঙ্গুনিয়ায় স্টেডিয়াম নির্মাণ সময়ের দাবি : অ্যাডভোকেট রেজা

১৫

ডিসেম্বরেই বিশ্বব্যাংক ও এডিবির ১১০০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ 

১৬

স্বনামধন্য সংবাদ পাঠক সালেহ আকরাম আর নেই

১৭

প্রেস উইং ফ্যাক্টস / নাটোরে শ্মশানের ঘটনায় অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে পিটিআই

১৮

আশুলিয়ায় বাসস্ট্যান্ডে চাঁদার দাবিতে হামলার অভিযোগ, আহত ১৩

১৯

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা / প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনকে অব্যাহতির আবেদন

২০
X