বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুরে দ্বিতীয় টেস্টে বৃষ্টির দাপটে ভেসে গেছে দ্বিতীয় দিনের খেলা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে প্রথম দিন থেকেই খেলা বাধাগ্রস্ত হচ্ছিল বৃষ্টির কারণে। প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হতে পেরেছিল, শনিবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের কোনো বল মাঠে গড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আম্পায়াররা বিকেল আড়াইটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টেস্ট শুরু হওয়ার আগেই বৃষ্টির শঙ্কা ছিল। প্রথম দিন খেলা শুরু হলেও, দিনের বেশিরভাগ সময়ই মাঠে ছিল বৃষ্টির উপস্থিতি। ৩৫ ওভার খেলার পর বৃষ্টি এসে বাধা সৃষ্টি করে, যার ফলে বাকি অংশ আর খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও সেই একই চিত্র দেখা গেল। রাতভর বৃষ্টির ফলে কানপুরের মাঠ পুরোপুরি ভিজে ছিল এবং আবহাওয়া শুষ্ক না হওয়ায় খেলা শুরু করা সম্ভব হয়নি।
আজকের দিনে যাতে বেশি সময় খেলা যেতে পারে, সেই আশায় ম্যাচ শুরুর সময় আধাঘণ্টা এগিয়ে আনা হয়েছিল। তবে বৃষ্টি এবং মেঘলা আকাশ সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। মাঝে বৃষ্টি সাময়িকভাবে বন্ধ হলেও, আকাশে মেঘ জমে থাকায় নতুন করে বৃষ্টির শঙ্কা তৈরি হয়। প্রথম সেশনের খেলা তাই মাঠে নামানো সম্ভব হয়নি।
দুপুরের দিকে কানপুরের আকাশ কিছুটা পরিষ্কার হওয়ায় মাঠ প্রস্তুত করতে ৩টি সুপার সোপার দিয়ে পানি সরানোর কাজ শুরু হয়। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি, কারণ মাঠের পরিস্থিতি পুরোপুরি খেলার উপযোগী না হওয়ার পাশাপাশি আবহাওয়ার অনিশ্চয়তা থেকে যাচ্ছিল। শেষ পর্যন্ত, মাঠ প্রস্তুত না করতে পারায় এবং নতুন করে বৃষ্টি নামার সম্ভাবনা থাকায়, দিনের খেলা আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
ভারতের মাটিতে কোনো টেস্টের পুরো দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার ঘটনা বিরল। এর আগে সর্বশেষ ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্টে একই ঘটনা ঘটেছিল। সেই ম্যাচেও ভারত ছিল ফিল্ডিংয়ে। কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ায়, এখন টেস্টের বাকি তিন দিনে কতটা খেলা সম্ভব হয়, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
মন্তব্য করুন