স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে আগেভাগেই শেষ প্রথম দিনের খেলা

প্রবল বৃষ্টিতে ঢাকা কানপুর আউটফিল্ড। ছবি : সংগৃহীত
প্রবল বৃষ্টিতে ঢাকা কানপুর আউটফিল্ড। ছবি : সংগৃহীত

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আলোর স্বল্পতা এবং বৃষ্টির কারণে আগেভাগেই শেষ হয়ে গেল বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। দিনের দ্বিতীয় সেশনের ৩৫তম ওভারের পর আলোকস্বল্পতা এবং পরে বৃষ্টি নামায় আম্পায়াররা খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। কিন্তু বৃষ্টি থামার কোনো সম্ভাবনা না থাকায় এবং চারপাশ আরও অন্ধকার হয়ে আসায় প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।

প্রথম সেশনে বাংলাদেশের ব্যাটাররা নিয়ন্ত্রিতভাবে খেললেও দ্বিতীয় সেশনে আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে মাঠের অবস্থার অবনতি ঘটে। সকালের সেশনে ২৬ ওভারে ২ উইকেটে ৭৫ রান নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে আরও ৯ ওভার খেলা হয়েছে, যেখানে নাজমুল হোসেন শান্ত (৩১) রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন। ফলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১০৭।

এই সেশনে বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম উইকেটে থিতু হন। তারা দুজন মিলে চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। মুমিনুল হক অপরাজিত রয়েছেন ৪০ রানে এবং মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন ৬ রানে। এই জুটি বাংলাদেশের ইনিংসকে একটু স্থিতিশীল করে তুলেছে, যা পরবর্তী দিনে দলের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে পারে।

ভারতের বোলারদের মধ্যে সকালে আকাশ দীপ দারুণ বোলিং করেন। তিনি বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান (০) ও সাদমান ইসলামকে (২৪) আউট করেন। এর পর অশ্বিন দ্বিতীয় সেশনে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন নাজমুল হোসেন শান্তর। ভারতের পেসাররা ভালো লাইন ও লেন্থ বজায় রেখেছেন, কিন্তু বাকি ব্যাটারদের আউট করতে পারেননি।

প্রথম দিনের খেলা শেষে স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৫ ওভার শেষে ৩ উইকেটে ১০৭ রান

ব্যাটসম্যানদের মধ্যে: মুমিনুল হক অপরাজিত ৪০, নাজমুল হোসেন শান্ত ৩১, সাদমান ইসলাম ২৪, মুশফিকুর রহিম অপরাজিত ৬, জাকির হাসান শূন্য রানে আউট

ভারতীয় বোলারদের মধ্যে: আকাশ দীপ ২/৩৪, রবিচন্দ্রন অশ্বিন ১/২২, মোহাম্মদ সিরাজ ০/২৭, জসপ্রিত বুমরা ০/১৯

বৃষ্টির কারণে প্রথম দিন দেড় সেশনেরও বেশি সময় খেলা হয়নি। এখন দেখার বিষয় দ্বিতীয় দিনে খেলা শুরু করা সম্ভব হয় কি না এবং বাংলাদেশের ব্যাটাররা কীভাবে নিজেদের ইনিংসকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ও অন্তর্বর্তী সরকার নিয়ে জামায়াতের আমিরের বার্তা

বিশেষ সাক্ষাৎকার / মা-ছেলের ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষেপে যান ডিবি হারুন

ঢাবিতে জুলাই বিপ্লবে হামলায় জড়িতদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা

ঢাবিতে মানববন্ধন / আমেরিকা-ভারতের যৌথ মদদে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা হচ্ছে

কুমিল্লায় বিপুল গাঁজার চালান জব্দ, আটক ৪

বঁটি দিয়ে চুল কাটেন রুনা খান

যুব-ছাত্র-স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মিসভা / ‘আমরা যদি থাকি সৎ দেশ সংস্কার সম্ভব’

সাম্প্রদায়িক সংঘাতের সুযোগ বাংলাদেশে নেই: খেলাফত মজলিস

দুই ভারতীয়কে গ্রেপ্তারের দাবিতে খতমে নবুওয়তের বিক্ষোভ

পরিচালকদের সঙ্গে প্রেম করে কাজ পান স্বস্তিকা

১০

ভারতে বাংলাদেশি তরুণী গ্রেপ্তার

১১

মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে হেফাজতের অভিনন্দন বার্তা

১২

ছাত্র আন্দোলনে নারীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা

১৩

জাতিসংঘে বিবিএনজে চুক্তির নথি জমা দিয়েছে বাংলাদেশ

১৪

মায়ের সঙ্গে শহীদ হওয়ার গল্প বলতেন খোবাইব

১৫

‘সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হলে শহীদদের রক্তের মূল্যায়ন হবে’

১৬

ভাষাসৈনিক প্রবীণ সাংবাদিক আবদুল গফুর আর নেই

১৭

টাইগার রবির ঘটনায় ভারতীয় পুলিশের বক্তব্য

১৮

১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণিকে নিয়ে ট্রাম্পের চিন্তা নেই : কমলা হ্যারিস

২০
X