কানপুরে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তর দল। টস জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে জানান মেঘলা আবহাওয়া ও কন্ডিশনের কথা
ফলে ৬০ বছর পর এই প্রথম কানপুরে টস জয়ী কোনো দল আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। ম্যাচটি ড্র হয়।
এ ছাড়া ঘরের মাঠে ৯ বছর পর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ভারত। সর্বশেষ ২০১৫ সালে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এই সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সেই ম্যাচটিও ড্র হয়।
এদিকে টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। তবে দলীয় ২৬ রানে আকাশ দীপের শিকার হন জাকির। ২৪ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি এ বাঁহাতি ওপেনার।
এ টেস্টে তিন পেসার নিয়ে খেলছে ভারত। আর একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। ফলে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।
মন্তব্য করুন