চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান টেস্ট সিরিজের প্রথমটি ভারতের জয়ের মাধ্যমে শেষ হয়েছে। তবে সদ্য শেষ হওয়া এই টেস্ট ম্যাচের তৃতীয় দিনে বিরাট কোহলি তার ব্যাটিংয়ে ফর্মে না থাকলেও, ভক্তদের বিনোদন দিতে ভোলেননি। একটি ভক্তের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, বিরাট কোহলি ফিল্ডিংয়ের সময় বাংলাদেশ দলকে খোঁচা দিতে বিখ্যাত ‘নাগিন’ নাচের ভঙ্গি করেছেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অবশ্য ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ব্যবহারকারী লেখেন, ‘কোহলি বাংলাদেশের সঙ্গে তাদের নিজস্ব ভঙ্গিতে উত্তর দিচ্ছেন। কোহলি কখনো ভুলে না।’ আরেকজন ব্যবহারকারী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে একটি নাগিন যুদ্ধ তো বটেই।’
বাংলাদেশ দলের জন্য এই নাগিন ভঙ্গি বিখ্যাত হলেও এর পিছনের ইতিহাসটি শ্রীলঙ্কার সাথে তাদের প্রতিদ্বন্দ্বিতার সাথে সম্পর্কিত। ২০১৮ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে একটি ম্যাচের সময় এই ভঙ্গি প্রথমবারের মতো আলোচনায় আসে। বাংলাদেশি বোলার নাজমুল ইসলামের উইকেট উদযাপনের পর এটি বিতর্কের জন্ম দিয়েছিল, যা শ্রীলঙ্কার খেলোয়াড়দের ম্যাচ জেতার পর প্রতিক্রিয়ায় এই একই নাচ ব্যবহার করতে প্ররোচিত করেছিল।
তবে বিরাট কোহলির এই ভঙ্গি নিয়ে অনেকেই মনে করছেন, এটি শুধুই মজার অংশ ছিল। যদিও অনেকে এটিকে বাংলাদেশকে খোঁচা দেওয়ার মাধ্যম হিসেবে দেখছেন, তবুও অনেকেই এই ঘটনাকে হালকাভাবে নিয়েছেন।
এই ম্যাচে অবশ্য কোহলি ব্যাটিংয়ে ভালো করতে পারেননি, দুই ইনিংসেই দ্রুত আউট হন। দ্বিতীয় ইনিংসে এলবিডব্লিউ হওয়ার পরও রিভিউ না নেওয়ার কারণে তিনি বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তবে বিরাট ভালো না খেললেও বাংলাদেশের জয়ে কোনো সমস্যা হয়নি। টেস্টের চতুর্থ দিনের সকালেই ভারত বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।
This @imVkohli pic.twitter.com/t7FH4FOPiE — Virat Kohli Fan Club (@Trend_VKohli) September 21, 2024
মন্তব্য করুন