চেন্নাইয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মাঝেও লিটন দাস ও সাকিব আল হাসান মিলে প্রতিরোধ গড়ছিলেন, তখন তাদের আউটের ধরনে বিস্মিত হয়েছেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। ধারাভাষ্যে থাকা তামিম ও ভারতের বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে দুজনই লিটনের ব্যাটিংয়ের প্রশংসা করছিলেন। তবে লিটনের হঠাৎ আউট এবং এর এক ওভার পরই সাকিবের আউট হওয়া তামিমকে অবাক করেছে।
বাংলাদেশ যখন মাত্র ৪০ রানে ৫ উইকেট হারিয়ে সংগ্রাম করছিল, তখন লিটন ও সাকিবের জুটি দলের জন্য স্বস্তি নিয়ে আসে। তারা মিলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন এবং ঠিক এই সময়ে লিটনের ব্যাটিংয়ের প্রশংসা করে তামিম বলেন, ‘লিটন বলটাকে অনেক দেরিতে খেলে, যেটা ওর অনুশীলন এবং প্রস্তুতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য।’
হার্শাও লিটনের শট নির্বাচনের প্রশংসা করছিলেন। কিন্তু তারপর হঠাৎ করেই ২৯তম ওভারে রোহিত শর্মার ফাঁদে পা দিয়ে মিড উইকেট ফাঁকা রেখে লং লেগে ধ্রুব জুরেলকে ক্যাচ দিয়ে বসেন লিটন। লিটনের এই শট দেখে অবাক তামিম বলেন, ‘আমি এমন পরিস্থিতিতে এভাবে সুইপ শট খেলার ঝুঁকি নিতাম না। পুরোপুরি সেট হওয়ার আগে এমন শট খেলা বিপজ্জনক।’
তারপরের ওভারেই সাকিবের আউট আরও বিস্ময়কর ছিল তামিমের জন্য। রিভার্স সুইপ খেলে আউট হন সাকিব এবং তামিম মন্তব্য করেন, ‘সাকিবের এই শট দেখে আমি সত্যিই অবাক। এটি সাকিবের শট নয়, সে সাধারণত এই শট খেলে না।’
বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের এমন আউটের ধরন ও মুহূর্তে তাদের আউট হওয়া দলকে আরও বড় বিপদে ফেলে। যার পরিণতি প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হওয়া।
মন্তব্য করুন