সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে পাত্তা পেল না শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। ৮ উইকেটের বড় জয়ে দিয়ে ওয়ানডে সিরিজ শেষ করলো বাংলাদেশ নারী ‘এ’ দল। ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল রাবেয়ার দল।
এর আগে ১-০ ব্যবধানে জেতে ওয়ানডে সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজেও দাপট দেখাল টাইগ্রেসরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আগে টস জিতে লঙ্কান মেয়েদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মাত্র ৫৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ১১ দশমিক ৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।
শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দুই অঙ্কের কোটা ছুঁতে পেড়েছেন কেবল একজন। ১১ রান করেন চেথানা ভিমুক্তি। এটি ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। রাবেয়া খান নেন ৩ উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট শিকার করেন ফাহিমা, রাবেয়া ও মারুফা।
দিলারা ও নিগার সুলতানা জ্যোতির ব্যাটিংয়ে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ দল। দিলারা ৩৩ ও জ্যোতি ১৪ রানে অপরাজিত ছিলেন।
মন্তব্য করুন