স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রোহিতের কটাক্ষের পরদিন বাংলাদেশ দলকে গম্ভীরের সমীহ

গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল নিয়ে কটাক্ষের সুরে কথা বলেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পরদিন নিজেদের মনোভাব পরিবর্তন হয়েছে ভারতীয় দলের। আসন্ন টেস্ট সিরিজে শান্ত-মিরাজদের সম্মান করার কথা জানান দলটির নতুন কোচ গৌতম গম্ভীর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোচের দায়িত্ব ছেড়ে দেন রাহুল দ্রাবিড়। নতুন কোচ হিসেবে নিয়োগ পান গম্ভীর। তার অধীনে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে ভারত। তিনি দায়িত্ব নেওয়ার পর টেস্টে ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ে শুরু হবে হবে বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন গম্ভীর। জানান নিজেদের স্টাইলে ক্রিকেট খেলবে ভারত, ‘দেখুন, আমি সব সময় বিশ্বাস করে এসেছি, সেটাই সেরা স্টাইল যে স্টাইলে খেললে দল জিতে। আমরা সেই দল হতে চাই যারা সব পরিস্থিতিতে মানিয়ে নেয় এবং দ্রুত সবকিছু রপ্ত করে। আমরা ম্যাচের অবস্থা ও কন্ডিশন বুঝে খেলতে চাই এবং উন্নতি করতে চাই।’

স্টাইল নয় ম্যাচ জয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘এই যে কেউ একটা স্টাইলে খেলা শুরু করা, সেটার নাম দেওয়া…দেখুন, খেলার মূল কথা হচ্ছে জয়। যেটা মাত্রই বললাম, সেটাই সেরা স্টাইল যে স্টাইলে খেললে জেতা যায়।’

প্রতিপক্ষ নিয়ে নিজের মত তুলে ধরেন গম্ভীর, ‘আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি —আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকে সম্মান করি।’

বাংলাদেশ নয় নিজেদের খেলা নিয়ে বেশি ভাবছেন তিনি, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইব, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে। আগে যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।’

এ সময় নিয়ে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের জয় নিয়েও কথা বলেন, ‘আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ। আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।’

অভিজ্ঞ টাইগার ক্রিকেটারদের প্রশংসা করে সতর্ক থাকার কথা জানান তিনি, ‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তোফাজ্জলকে হত্যার আগে চাওয়া হয়েছিল ২ লাখ টাকা

সেমিনারে বক্তারা / কওমি সনদের মূল্যায়ন ও বাস্তবায়ন এখনো অধরা

বরগুনায় সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

‘পড়াশোনায় ভালো ছিল তোফাজ্জল’

ঢাবির হলে পিটিয়ে হত্যার ঘটনায় দুই শিক্ষার্থী আটক

চেন্নাইয়ে পান্ত ও লিটনের মধ্যে কী হয়েছিল?

ঢাকা ওয়াসার নতুন এমডি ফজলুর রহমান

পেজার বিস্ফোরণ / কঠোর প্রতিশোধের অঙ্গীকার লেবাননের যোদ্ধাদের

যাত্রী কল্যাণ সমিতি / আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ

ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যা, সারজিসের স্ট্যাটাস

১০

স্রোতের তীব্রতায় মাতামুহুরী নদীর তীরে ভয়াবহ ভাঙন

১১

রহস্যজনক কোড রিসিভ হতেই ঘটে পেজার বিস্ফোরণ

১২

‘বড় ভাই খাবার কেমন?’ 

১৩

ভয়ংকর বার্মুডা ট্রায়াঙ্গলকেও হার মানায় যে জায়গা

১৪

চলতি অর্থবছরেই ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

১৫

জবি আবৃত্তি সংসদের সভাপতি লগ্ন, সম্পাদক শিউলী

১৬

পেজার দিয়ে যোগাযোগ করা যায় যেভাবে

১৭

দফায় দফায় পিটিয়ে ঠান্ডা মাথায় খুন করেছে : সমন্বয়ক কাদের

১৮

সাকিবকে নিয়ে তামিমের নতুন পরামর্শ

১৯

পাঁচ দফা দাবিতে রাবি প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

২০
X