পাকিস্তানের মাটিতে ইতিহাসে গড়েছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়ে ভারত সফরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। স্বাগতিকদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলবে বাংলাদেশ দল।
আগামী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। চেন্নাইয়ে এ টেস্টে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা। প্রথম টেস্টের আগে নিজেদের সব ভুল-ত্রুটি শুধরে নেওয়ার কথা জানান দলের ওপেনার সাদমান ইসলাম। এমনকি দুই ম্যাচের এই সিরিজে নিজেও চান রানে ফিরতে।
টেস্টে ভারতের বিপক্ষে পরিসংখ্যান ভালো নয় সাদমানের। দুই টেস্টে করেছেন মাত্র ৪১ রান। ১০.২৫ গড়ে, সর্বোচ্চ ২৯ রান। ভারতের বিপক্ষে তাই ভালো করতে চান টাইগার ওপেনার।
এ পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে ৬৯৫ রান করেছেন সাদমান। ভারতের বিপক্ষে দলকে বড় পরীক্ষা দিতে হবে উল্লেখ করে বাঁহাতি এ ব্যাটার বলেন, ‘ভারতে সব কিছুই বড় পরীক্ষা। সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে কীভাবে নিজেকে তৈরি করব। আমি এখন সেটাই করছি। ভারতীয় পিচ খুব ভালো। বাউন্স থাকবে। বল ঠিক উচ্চতায় আসে। ব্যাট করতে সুবিধা হয় অনেক।’
চেন্নাইয়ে নিজের অনুশীলন নিয়ে তিনি আরও বলেন, ‘ব্যাট করার সময় আমার মাথা নিচু হয়ে যায়। সে কারণে কোচ আমাকে এটা পরতে বলেছেন। আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছেন কোচরা। কোথায় কোথায় আরও উন্নতি করা প্রয়োজন সেটা বুঝিয়ে দিয়েছেন। নেটে এই অনুশীলনগুলোই করেছি।’
প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৩ ম্যাচে তার রান ৫৮০৮। ১৩ সেঞ্চুরির মালিক তিনি। ২৯ বছর বয়সী এ ওপেনারের লক্ষ্য আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া। বাংলাদেশের আগে চেন্নাইয়ের গরমে অনুশীলন করে ভারতও। দলে ক্রিকেটারদের মধ্যে বাড়তি একতা ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াতে বিশেষ ফিল্ডিং অনুশীলন করেন রোহিত-কোহলিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিল্ডিং অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সেই ভিডিওতে দেখা যায়, দুই দলে ভাগ হয়ে অনুশীলন করছেন ক্রিকেটাররা। দলের ফিল্ডিং কোচ টি দিলীপ বলেন, ‘সবাই যাতে নিজেদের দলের অংশ ভাবে তারই অনুশীলন করলাম। দুই ভাগে অনুশীলন হয়েছে। প্রথমে ছিল কম্পিটিশন ড্রিল। চেন্নাইয়ের প্রবল গরমের মোকাবিলা করতে এটা করেছি। অনুশীলনের মাত্রা কম হলেও তীব্রতা বেশি ছিল। আমরা গোটা দলকে দুটো ভাগে ভাগ করে ক্যাচিং অনুশীলন করিয়েছি। যে দল সবচেয়ে কম ভুল করেছে তারাই জিতেছে।’
তিনি আরও বলেছেন, ‘দ্বিতীয় ড্রিলেও দুটো ভাগ করা হয়েছিল। বোলার এবং অলরাউন্ডারদের দুটো আলাদা জায়গায় দাঁড় করিয়ে আউটফিল্ড এবং ইনফিল্ড ক্যাচিং অনুশীলন করানো হয়েছে। দ্বিতীয় দলে ছিল ব্যাটাররা। তারা স্লিপ এবং শর্ট-লেগে ফিল্ডিং করে। ওদের সেভাবেই অনুশীলন করানো হয়েছে।’
মন্তব্য করুন