স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব দলে যোগ দেবেন কবে, জানে না বিসিবি

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হতে বাকি আর মাত্র দুদিন। এরই মধ্যে ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দলের সব সদস্য এখনো ভারতে এসে পৌঁছায়নি।

বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সাকিব আল হাসান, এখনও দলের সঙ্গে যোগ দেননি। ইংল্যান্ড থেকে সাকিবের সরাসরি ভারতে আসার কথা থাকলেও, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত তিনি দলের সঙ্গে এসে যোগ দেননি । অথচ ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে নামবে বাংলাদেশ দল, তার আগে একদিন বিরতি পাচ্ছে টাইগাররা।

অবশ্য সাকিবের অনুপস্থিতির পেছনে রয়েছে ক্রিকেট বিষয়ক কারণই। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটের খেলা নিয়ে ব্যস্ত ছিলেন সাকিব । পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজের পর পুরো দল দেশে ফিরলেও সাকিব উড়ে যান ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি ম্যাচ খেলার জন্য। সারের হয়ে তার ম্যাচ শেষ হলেও, এখনো তিনি ভারতে দলের সঙ্গে যোগ দেননি।

দলের ম্যানেজার নাফিস ইকবাল দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, তবে সাকিব কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন, সে সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে সাকিবের অনুপস্থিতি সত্ত্বেও, পুরো বাংলাদেশ দল চেন্নাইয়ের তীব্র গরমের মধ্যে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে। গতকাল থেকেই শুরু হয়েছে তাদের অনুশীলন সেশন, যেখানে সাদমান ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা এবং অন্যরা নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন। উইকেটকিপার হিসেবে লিটন দাসও গ্লাভস হাতে নিজেকে ব্যস্ত রেখেছেন, বিশেষ করে তার সাম্প্রতিক পারফরম্যান্সে দলকে দারুণভাবে সাহায্য করছেন।

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দেখা গেছে অনুশীলনে থ্রোয়ারের ভূমিকায়, এবং তিনি ছিলেন পুরোপুরি মনোযোগী। চেন্নাইয়ের উইকেট স্পিনবান্ধব হওয়ায়, নাঈম হাসান ও তাইজুল ইসলামের সামনে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ রয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশে স্পিন বোলিংয়ে দুজনের জায়গা নিশ্চিত করতে কিছুটা দ্বিধা থাকলেও, সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত। তারা দুজনই ব্যাটিং এবং স্পিন বোলিংয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। যদিও একাদশে একাধিক স্পিনারের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা রয়েছে, তবুও সাকিবের দলে থাকার সম্ভাবনা প্রবল। তবে সাকিব কবে এসে দলের সঙ্গে যোগ দেবেন, সেটি এখনও অপেক্ষার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের 

ন্যায্য নগর গঠনে ভূমিকা রাখবে নবায়নযোগ্য জ্বালানি : ডিএনসিসি প্রশাসক

মালদ্বীপে ৫০ প্রবাসী শ্রমিক আটক

বালু-পাথর উত্তোলনে ধ্বংস হচ্ছে জাফলং

রিকশাচালক-পুলিশের সংঘর্ষে গ্রেপ্তার আরও ৬

আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত ৪ শিক্ষার্থীর হলের সিট বাতিল

রুডিগারের কাণ্ডে ক্ষুব্ধ জার্মান ফুটবল ফেডারেশন

কেরানীগঞ্জে ট্রিপল মার্ডার, খুনি গ্রেপ্তার

খুলনা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি সাখাওয়াত, সম্পাদক গোলামুর

সারা দেশে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় এসএসটিএএফের উদ্বেগ

১০

পাক-ভারত বিরোধের মূল কারণ ও সংঘাতের ইতিহাস

১১

যে কোনো সময় ভারতের হামলা, প্রস্তুত পাকিস্তান

১২

রাজশাহীকে কর্মসংস্থানের প্রাণকেন্দ্র করবে প্রাণ-আরএফএল

১৩

যশোর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

১৪

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে গণসংহতি আন্দোলন

১৫

আ.লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

১৬

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, শান্তির আহ্বান জানাল চীন

১৭

জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় : আমিনুল হক 

১৮

সিলেটে রোগীর স্বজনকে ডাক্তারের লাথি, তদন্ত কমিটি গঠন

১৯

বজ্রপাতে প্রাণ গেল ১৫ দিনের নবজাতকের মায়ের

২০
X