স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

২০১৭ সালে কেন বাংলাদেশ ছাড়েন, জানালেন হাথুরুসিংহে

হান্নান সরকারের (ডানে) সঙ্গে হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
হান্নান সরকারের (ডানে) সঙ্গে হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেটে দুর্দান্ত সময় পাড় করছে বাংলাদেশ দল। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের মাটিতে জাতীয় দলের এমন সাফল্যে প্রশংসায় ভাসছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে ফারুক আহমেদ যোগ দেওয়ার পর, প্রথম উঠেছিল লঙ্কান এ কোচের চাকরি থাকবে কি না? দ্বিতীয় মেয়াদে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে এর আগে ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত একই দায়িত্ব পালন করেন হাথুরুসিংহে।

তবে আকস্মিকভাবে চুক্তির মাঝপথে বাংলাদেশকে বিদায় জানান তিনি। সে সময়ে এ নিয়ে আলোচনায় হয় ব্যাপক। গণমাধ্যমে প্রকাশিত তার বাংলাদেশ ছাড়ার নানা কারণ। এর মধ্যে ছিল সিনিয়র ক্রিকেটার ও বোর্ড কর্তাদের সঙ্গে তার খারাপ সম্পর্কের বিষয়টি।

একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে সেই বিষয়টি খোলাসা করেছেন লঙ্কান এ কোচ। মূলত নিজ দেশের কোচ হতেই সে সময় ছেড়েছিলেন বাংলাদেশ দলের দায়িত্ব। সেই পডকাস্টে হাথুরুসিংহে বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট সেই সময়টায় খুবই বাজে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছিল। বোর্ডের দুর্নীতি, ম্যাচ ফিক্সিংসহ নানা ধরনের গুজব ভেসে বেড়াচ্ছিল। দল জিম্বাবুয়ের সঙ্গেও হেরেছিলো সে সময়। অপরদিকে নিজের দেশকে কোচিং করানো ছিল আমার দীর্ঘদিনের ইচ্ছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘তখন লংকান বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আমাকে জিজ্ঞেস করে আমি কোচিং করাতে চাই কিনা এবং আমার মনে হচ্ছিল এটাই সবথেকে ভালো সময়। এই দুটি কারণেই আমি শ্রীলঙ্কায় কোচিং করাতে গিয়েছিলাম।’

২০১৪ থেকে ২০১৭, এ চার বছরে বাংলাদেশের ব্যাপক পরিবর্তন ঘটে। উন্নতি হয় মাঠের পারফরম্যান্সে। ক্রিকেটারদের শরীরিক ভাষাতেও আসে ব্যাপক পরিবর্তন। বিশেষ করে করে ওয়ানডে ক্রিকেটে বাড়া সাফল্যের হার।

২০১৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতের পরাশক্তিদের বিপক্ষে জেতে সিরিজ।

এরপর ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে টাইগাররা। আইসিসি বৈশ্বিক আসরে এটি বাংলাদেশের প্রথম সেমিফাইনাল। এ ছাড়া এশিয়া কাপের ফাইনালেও খেলেছে বাংলাদেশ।

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল হাথুরুসিংহের। তবে মাঝ পথে বাংলাদেশের ছেড়ে শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন তিনি। যদিও খুব বেশিদিন সেই দায়িত্ব পালন করতে পারেননি তিনি।

এরপর আবারও চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে দায়িত্ব নেন নিউ সাউথ ওয়েলসে। ২০২৩ সালের বিশ্বকাপের আবারও দায়িত্ব নেন বাংলাদেশ দলের। হাথুরুসিংহের অধীনে বড় দলগুলোর বিপক্ষে টেস্টে জয় পাচ্ছে টাইগাররা। শেষ ৮ টেস্টের ৫টিতেই জয় পেয়েছে বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজ ও রাষ্ট্রের শত্রুরা ওত পেতে আছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

‘গণহত্যায় উসকানিদাতা কবি, সাহিত্যিক, সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে’

জাবিতে গণধোলাইয়ের শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য

বৈদেশিক ঋণ আবার ছাড়িয়েছে ১০০ বিলিয়ন ডলার

জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ২শ’ সদস্য

সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগরে সাবেক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

ডিপিডিসি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির নতুন কমিটি

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়ে আলী রীয়াজের ফেসবুক স্ট্যাটাস

১০

আলজাজিরার অনুসন্ধান / যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

১১

রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু

১২

মহেশখালী থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে নৌবাহিনী

১৩

নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

১৪

কুমিল্লায় ট্রাকচাপায় প্রবাসী যুবক নিহত

১৫

ভুল সংশোধনী ও দুঃখ প্রকাশ

১৬

ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট নিরসনে পুলিশের অভিযান

১৭

মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন গৃহবধূ শারমিন

১৮

সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, সৎ মা আটক

১৯

বাকৃবিতে জৈব বর্জ্যের বিকল্প শিল্পায়ন বিষয়ে আলোচনা সভা

২০
X