ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অন্যতম চমক জাকের আলী অনিক। ইনজুরি আক্রান্ত শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়ে, এই উইটেককিপার ব্যাটারকে টেস্ট দলে রেখেছেন জাতীয় দলের নির্বাচকরা।
দুই ম্যাচের টেস্ট সিরিজি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারত যাবে বাংলাদেশ দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচের প্রথমটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এ জন্য বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি।
স্কোয়াডে ডাক পেয়েছেন ১৬ জন। যথারীতি অধিনায়ক নামজুল হোসেন শান্ত। একজন অতিরিক্ত ব্যাটার হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। পাকিস্তানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দ্বিতীয় চার দিনের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তিনি। সেই ম্যাচে ১৭২ করেছিলেন এই উইকেটকিপার-ব্যাটার।
এরপর থেকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পরিকল্পনায় ছিলেন তিনি। এ জন্য গত কয়েকদিন ধরে কোচ সোহেল ইসলামের অধীনে জাতীয় দলের লাল বলে অনুশীলন করেছিলেন ডানহাতি এ মিডল অর্ডার ব্যাটার।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান এবং খালেদ আহমেদ।
মন্তব্য করুন