অক্টোবরে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে সেই আয়োজনের স্বত্ত্ব হারায় বাংলাদেশ। পরে কারাতের আন্তর্জাতিক টুর্নামেন্ট সরে যায় বাংলাদেশ থেকে।
একই কারণে ঢাকায় আসছে না নিউজিল্যান্ড ‘এ’ দল। আগামী মাসে দুই টেস্ট খেলবে বাংলাদেশের আসার কথা প্রোটিয়াদের। শঙ্কা রয়েছে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও। প্রোটিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সব কিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় টেস্ট দুটি বেশ গুরুত্ব। এ জন্য সফর নিয়ে শঙ্কা থাকলেও নিজেদের কাজ এগিয়ে রেখেছে বিসিবি। নির্ধারণ করে রাখা হয়েছে দুই টেস্টে ভেন্যু।
২১ অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর ৩ নভেম্বর দেশে ফেরার কথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের।
এর আগে সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল প্রোটিয়ারা। ২-০ ব্যবধানে হেরেছিল টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজে টাইগাররা জয় ২-১ ব্যবধানে। আর বৃষ্টির কারণে ড্র হয় দুই টেস্ট।
মন্তব্য করুন