ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে আলো ছড়াচ্ছেন সাকিব আল হাসান। সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে চার উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসেও একইভাবে জ্বলে উঠেন তিনি। এ ইনিংসেও তার শিকার চার উইকেট। পাঁচ উইকেট শিকারের সুযোগ রয়েছে তার।
দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে সমারসেট। শেষ দিনে প্রতিপক্ষের বাকি উইকেটটি নিতে পারলে, পাঁচ উইকেট হয়ে যাবে তার। তৃতীয় দিনের খেলা শেষে এগিয়ে সারে। প্রথম ইনিংসে সমারসেটের ৩১৭ রানের জবাবে সারে করে ছিল ৩২১ রান। আর দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে সমারসেট।
প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করা বাংলাদেশ অলরাউন্ডার দ্বিতীয় ইনিংসে ২৫ ওভারে ৮৩ রানে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে প্রথমবারের মতো বল করতে এসে দ্বিতীয় বলে উইকেট পান সাকিব। বোল্ড করেন আর্চি ভনকে।
পঞ্চম ওভারে এলবিডব্লুর ফাঁদে ফেলে তুলে নেন টম অ্যাবেলকে। এরপর সাজঘরে ফেরান জেমস রিউ ও সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরিকেও। দুই ইনিংসে ৮ উইকেট শিকারে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেট সাকিবের।
দলীয় ১৫৩ রানে ৯ উইকেট হারায় সমারসেট। এরপর আর এ জুটি ভাঙতে পারেনি সারে। ইনজুরির কারণে শেষ ব্যাটার হিসেবে ব্যাট করতে নামেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টম ব্যান্টন। ‘রানার’ নিয়ে ব্যাটিং করছেন তিনি। দিনের শেষ ৮ ওভারে ভাঙা যায়নি সমারসেটের শেষ জুটি। বেড়েছে সাকিবের ৫ উইকেটের অপেক্ষাও।
এর আগে ব্যাট হাতে ভালো করতে পারেননি সাকিব। জ্যাক লিচের বলে আউট হওয়ার আগে করেছিলেন ১২ রান। সারের সঙ্গে এক ম্যাচের জন্য চুক্তিবদ্ধ সাকিব। এ ম্যাচ শেষ করে ভারতে যাবেন তিনি। সেখানে যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে।
ভারত সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।
মন্তব্য করুন