বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা আগামীকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ী দলের ক্রিকেটারদের সাথে এই সাক্ষাৎটি হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে।
বিসিবি সূত্র জানিয়েছে, ক্রিকেটারদের সাথে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদও উপস্থিত থাকবেন। এই বৈঠকে আরও দু-একজন বিসিবি কর্মকর্তার অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। দুপুর সোয়া ১২ টায় মিরপুর স্টেডিয়াম থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন ক্রিকেটাররা। বাংলাদেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার জাহিদ চৌধুরী।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর, ড. ইউনূস ফোনে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তার দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’ সেই সময়ই ঘোষণা করা হয়েছিল, দেশে ফিরে আসার পর ক্রিকেটারদের জন্য সংবর্ধনা আয়োজন করবেন প্রধান উপদেষ্টা।
রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ দল জয় পায় ১০ উইকেটের ব্যবধানে, আর দ্বিতীয় টেস্ট জিতে ৬ উইকেটে। পাকিস্তানের মাটিতে এটি ছিল বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়, এবং যে কোনো ফরম্যাটেই পাকিস্তানে তাদের প্রথম সিরিজ জয়।
এদিকে, আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারত সফরে যাবে, যেখানে তারা স্বাগতিক ভারতের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
মন্তব্য করুন