মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সিরিজের আগে জাদেজার বিজেপিতে যোগদান

বিজেপি সভাপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রী । ছবি : সংগৃহীত
বিজেপি সভাপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রী । ছবি : সংগৃহীত

সেপ্টেম্বরের ১৯ তারিখ বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে অবশ্য ভারতীয় শিবিরে নতুন খবর। ভারতের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)।

জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা, যিনি গুজরাটের জামনগর উত্তর বিধানসভা থেকে বিজেপি এমএলএ হিসেবে দায়িত্ব পালন করছেন, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্সে তাদের দুজনের সদস্যপদ কার্ড শেয়ার করেন।

রবীন্দ্র জাদেজা চলতি বছরের ৩০ জুন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। একদিন আগেই বার্বাডোজে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের সদস্য হিসেবে তার অবসরের এ ঘোষণা আসে।

৩৬ বছর বয়সী অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ভারতের জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ৭২টি টেস্ট এবং ১৯৭টি ওয়ানডে খেলেছেন, যেখানে তার সংগ্রহে রয়েছে যথাক্রমে ২৯৪ ও ২২০টি উইকেট। ব্যাট হাতে তিনি উভয় ফরম্যাটে মোট ৬,০০০ রান করেছেন।

২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাদেজা ছিলেন ভারতীয় দলের শিরোপা জয়ের অন্যতম প্রধান অস্ত্র, টুর্নামেন্টে সর্বোচ্চ ১২টি উইকেট শিকার করেছিলেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে, জাদেজা আইপিএলে চারটি শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন—একবার রাজস্থান রয়্যালস এবং তিনবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে তিনি এই সাফল্য অর্জন করেন।

এদিকে এই সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির ২০২৪ সালের সদস্যপদ অভিযান ‘সংগঠন পর্ব, সদস্যতা অভিযান ২০২৪’-এর সূচনা করেছেন। এই অভিযানে ১০ কোটি নতুন সদস্য যোগ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে বিজেপিতে ১৮ কোটি সদস্য নিবন্ধিত হয়েছিলেন।

প্রধানমন্ত্রী মোদি বলেন, এই সদস্যপদ অভিযান শুধু সদস্য সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা নয়, এটি দলের পরিবার সম্প্রসারণ এবং একটি আদর্শগত আন্দোলনের অংশ। তিনি দলের কর্মীদের নতুন সদস্য সংগ্রহের জন্য বিশেষ করে যুবসমাজের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

‘যেখানে বিজেপি জনপ্রিয়, সেখানে সদস্য সংগ্রহ করা সহজ, তবে আমাদের চ্যালেঞ্জপূর্ণ এলাকাগুলোতে কাজ করতে হবে এবং সেখানে সমর্থন বাড়াতে হবে,’ বলেন মোদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রীড়াবিদ শওকত আলীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

শাহরিয়ার কবির আটক

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

রাসূল (স.) আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে

ঝিনাইদহে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী সুজনের গ্রেপ্তারের খবরে বিএনপির আনন্দ মিছিল

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভূমি উপদেষ্টার পরিদর্শন, হয়রানি ছাড়া নামজারি খতিয়ান পেয়ে উৎফুল্ল নাজিম  

চট্টগ্রামে জশনে জুলুশে মানুষের ঢল  

বন্যা পরবর্তী প্রাণী চিকিৎসায় বাকৃবি শিক্ষার্থীরা

১০

‘দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে’

১১

নার্সের ভুলে ৩ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

১২

‘স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ’ করার প্রস্তুতি বিএনপির

১৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৪

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৫

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি

১৬

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের মতবিনিময়

১৭

২৮ থেকে ৪২তম বিসিএসের বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার

১৮

তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস

১৯

আমার কষ্ট নেই, আজ আমরা স্বৈরাচারমুক্ত : আহত তানভীরের পিতা

২০
X