প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। এতে দুই ম্যাচের সিরিজে শান মাসুদের দলকে হোয়াইটওয়াশ করে শান্তরা। এরপরই আইসিসির কাছ থেকে সুখবর পেল টাইগাররা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক লাফে চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দল। এর আগে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে ছিল চন্ডিকা হাথুরুসিংহের দল।
ঘরের মাঠে প্রথমবারের মতো কোনো এশিয়ান দলের বিপক্ষে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে প্রথম হোয়াইটওয়াশ হয় তারা।
বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বিরূপ প্রভাব পড়েছে পাকিস্তানের। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে রয়েছে তারা। শতকরায় তাদের পয়েন্ট ১৯০৫ শতাংশ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের হিসেব হয় শতকরায়। কারণ টেস্ট স্ট্যাটাস পাওয়া সব দল সমান টেস্ট খেলার সুযোগ পায় না। সেই ৬ ম্যাচে শতকরা ৪৫.৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে বাংলাদেশ।
বর্তমানে ৯ ম্যাচে শতকরা ৬৮.৫২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৬২.৫ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে।
মন্তব্য করুন