স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নিহত রিকশাচালকের পরিবারের পাশে সিরিজসেরা মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে ধারাবাহিকতা ও নিঃস্বার্থতা—এই দুই দিকেই উজ্জ্বল এক নাম মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে প্রথমবারের মতো দেশের বাইরে ‘সিরিজ সেরা’ পুরস্কার জিতেছেন এই অলরাউন্ডার। তবে এই অর্জনকে ব্যক্তিগত নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে বৃহত্তর প্রয়োজনে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিরিজ সেরার পুরস্কারের অর্থ তিনি দান করবেন আন্দোলনে নিহত এক রিকশাচালকের পরিবারের পাশে দাঁড়াতে।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অসাধারণ পারফর্ম করেছেন মিরাজ। প্রথম টেস্টে ব্যাটে-বলে অনবদ্য ভূমিকা পালন করেন তিনি। ফিফটি করার পাশাপাশি ৪ উইকেট শিকার করেন। দ্বিতীয় টেস্টে তার ৭৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস ও ৫ উইকেট দলের জয়ে বড় ভূমিকা রাখে। টাইগাররা সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় এবং পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ দেয়।

সিরিজ সেরা নির্বাচিত হওয়ার পর মিরাজ বলেন, ‘দেশের বাইরে প্রথমবারের মতো ম্যান অব দ্য সিরিজ পুরস্কার জিততে পেরে খুবই খুশি। একজন অলরাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করা সবসময় কঠিন, তবে আমি শুধু স্ট্রাইক রোটেট করার চেষ্টা করেছি এবং মুশফিক ভাই ও লিটনের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি।’

এই সিরিজে মিরাজের ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্স উভয়ই চোখে পড়ার মতো। সিরিজে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মুহূর্তে রান করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়েছেন তিনি। নিজের বোলিং পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘পাঁচ উইকেট পেয়ে খুব খুশি। ভবিষ্যতে আরও ভালো বল করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকায় কিছুটা সময় দেশে কাটানোর সুযোগ হয়েছিল এবং সেই সময়টায় বিসিবি ম্যানেজমেন্টের সমর্থন তাকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হতে সহায়তা করেছে। টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিরাজ বলেন, ‘দল আমার পারফরম্যান্সে সন্তুষ্ট, তারা সবসময় আমাকে সমর্থন করে। এটি আমার জন্য সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি।’

এরপর অবশ্য বাংলায় তিনি যা বলেন তা সবার মন ছুঁয়ে গিয়েছে ‘এই সিরিজের সেরা খেলোয়াড় হয়ে আমি গর্বিত। তবে দেশের সাম্প্রতিক সংকটময় পরিস্থিতি আমাকে ভাবিয়েছে। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক রিকশাচালক আহত হয়ে পরে মারা গেছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই পুরস্কারের অর্থ তার পরিবারের জন্য দান করব, যাতে তাদের পাশে দাঁড়ানো যায়।’

মিরাজের এই উদারতা তার খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও মহৎ একজন মানুষ হিসেবে তুলে ধরছে। পুরস্কারের অর্থ দিয়ে মানবিক কাজ করার এই সিদ্ধান্তের মাধ্যমে মিরাজ তার দেশের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। দলের পারফরম্যান্সে যেমন তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন, তেমনি সমাজের প্রয়োজনেও এগিয়ে আসছেন।

বাংলাদেশের ক্রিকেটে মিরাজের এই ভূমিকা শুধু দলকে নয়, পুরো জাতিকে গর্বিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলপথ যেভাবে পাল্টে দিয়েছে সময়ের ধারণা

‘সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা পর্যটনে নেতিবাচক প্রভাব ফেলবে না’

‘মুডিসের প্রতিবেদনে জুলাইয়ের অভ্যুত্থানের পর অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন নেই’

সব টেলিভিশনে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের নির্দেশ

‘বিপ্লব-পরবর্তী দেশকে এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই’

ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : আহমদ আবদুল

ম্যানেজার নেবে বিকাশ, থাকছে না বয়সসীমা

জলবায়ু সম্মেলন / স্বল্পোন্নত দেশগুলোকে ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৩ নেতাকর্মী আহত

মালয়েশিয়ায় অবৈধ বসবাস, বাংলাদেশির জেল

১০

শহীদ জিয়া প্রথম বৈষম্যের শিকার : ডা. জাহিদ

১১

ভিয়েতনামে বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ সেবা চালু

১২

‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’

১৩

নির্বাচনে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি হিন্দু মহাজোটের

১৪

‘তুমি বাড়ি যাও, আমি আসছি’ স্ত্রীকে শেষ কথা শহীদ জামালের

১৫

গুরুতর অসুস্থ পরিচালক শাহ আলম মণ্ডল

১৬

ভারতবিরোধিতা প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াত আমির

১৭

‘ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা’- বিএনপির চার নেতা বহিষ্কার

১৮

ঠিকাদারকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

১৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

২০
X