টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ বাংলাদেশের। বিদেশের মাটিতে ইতিহাস গড়া সিরিজ জিততে টাইগারদের প্রয়োজন ১৪৩ রান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা পুরোটাই বাকি। তবে শান্ত-মিরাজদের চোখ রাখতে হচ্ছে আকাশের দিকে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হতে পারে বৃষ্টি। সোমবার (২ সেপ্টেম্বর) চতুর্থ দিনের শেষ বিকেলে খেলা মাঠে গড়াতে পারেনি আলোক স্বল্পতা ও বৃষ্টির বাধায়।
পরে রাতেও ছিল বৃষ্টির সম্ভাবনা। পঞ্চম দিনেও হতে পারে প্রবল বৃষ্টি, এমনটাই বলছে বিভিন্ন আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট। দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়াবিষয়ক একাধিক ওয়েবসাইট।
পাকিস্তান সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা টেস্টের পঞ্চম দিনের খেলা। তবে ওয়েদার ডট কমের আবহাওয়ার পূর্বাভাস বলছে, একই সময়ে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৮৪ শতাংশ। যদিও আবহাওয়া বিষয়ক অন্য ওয়েবসাইটগুলো বলছে, রাওয়ালপিন্ডিতে সকাল ১০টায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, বেলা ১১টার পর হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত।
এ ছাড়া বৃষ্টি থেমে যাওয়ার পরও আউটফিল্ড ভেজার কারণে রাওয়ালপিন্ডিতে ম্যাচ পিছিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে। কাজেই বৃষ্টি থামলেও আউটফিল্ড নিয়ে রয়েছে দুশ্চিন্তা। পরিস্থিতি এবং আবহাওয়ার পূর্বাভাস বলছে পঞ্চম দিনের দুটি সেশনে খেলা নাও হতে পারে। এ ক্ষেত্রে তৃতীয় সেশনে চোখ থাকবে সবার।
মন্তব্য করুন