রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনের শুরুতে আঘাত হানেন তাসকিন আহমেদ। এরপর শুরু হয় নাহিদ রানা গতির ঝড়। সেই ঝড়ে লণ্ডভণ্ড পাকিস্তানের টপ অর্ডার। সাজঘরে ফিরেছেন অধিনায়ক শান মাসুদ, সাইম আইয়ুব, বাবর আজমসহ টপ অর্ডারের ৬ ব্যাটার।
চতুর্থ দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারালেও স্কোর বোর্ডে ১০৮ যোগ করেছে স্বাগতিকরা। লাঞ্চ বিরতিতে যাওয়া আগে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১১৭ রান। মোহাম্মদ রিজওয়ান ৩৮ ও সালমান ৭ রানে অপরাজিত আছেন।
পাকিস্তান-বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের দ্রুত আটকে দেওয়ার স্বপ্ন নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন টাইগার বোলাররা।
সোমবার (২ সেপ্টেম্বর) ২ উইকেটে ৯ রানে অপরাজিত সাইম আইয়ুবের সঙ্গে ব্যাট করতে নামেন অধিনায়ক শান মাসুদ। দিনের নবম ওভারে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। মিড অফে নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব (২০ রান)।
তৃতীয় ডেলিভারিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে (২৮) আউট করেন নাহিদ রানা। ডানহাতি এ পেসারের গতি সামলাতে পারেননি অভিজ্ঞ বাবর আজমও। ব্যক্তিগত ১১ রানে স্লিপে সাদমান ইসলামের হাতে ধরা পড়েন তারকা এ ব্যাটার।
যদিও পরের বলে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ফেলে দেন সাদমান। প্রথম বলে জীবন পেয়ে পাকিস্তানের ইনিংস টানেন এ উইকেটকিপার-ব্যাটার। যদিও পরের ওভারে সৌদ শাকিলকে সাজঘরে ফেরান নাহিদ। ফলে টানা তিন ওভারে তিন উইকেট শিকার করেন ডানহাতি এ ফাস্ট বোলার।
দিনের শুরুতে ৪ উইকেট হারানো স্বাগতিকদের লড়াইয়ে রেখেছেন রিজওয়ান-সালমান জুটি।
মন্তব্য করুন