মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কান সফরে ‘এ’ দলের মোড়কে জাতীয় দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য আসন্ন শ্রীলঙ্কা সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যদিও এটি নামে ‘এ’ দলের সফর হিসেবে পরিচিতি পাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি ১৫ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের উপস্থিতি লক্ষণীয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের এই ক্রিকেটাররা ‘এ’ দলের সফরে অংশ নিচ্ছেন।

দলটির নেতৃত্বে আছেন রাবেয়া খান, তবে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রিকেটাররাও এ সফরের দলে অন্তর্ভুক্ত। এটি জাতীয় দলের আসন্ন বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার একটি বড় মঞ্চ। কারণ শ্রীলঙ্কার মাটিতে এই সিরিজের প্রতিটি ম্যাচই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে।

এই সফরে বাংলাদেশ নারী ‘এ’ দল শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সফরটি শুরু হবে ৮ সেপ্টেম্বর পেনাগোডার আর্মি স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে। এরপর কলোম্বোর থ্রুস্টানে ১০ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, যা অনুষ্ঠিত হবে কলম্বোর বিভিন্ন মাঠে। প্রথম দুটি ম্যাচ পি সারা ওভালে অনুষ্ঠিত হবে, পরবর্তীতে সিংহলিজ স্পোর্টস ক্লাবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ১৫ সেপ্টেম্বর। সিরিজের শেষ দুটি ম্যাচ যথাক্রমে থ্রুস্টান ও কল্টসে অনুষ্ঠিত হবে ১৭ এবং ১৯ সেপ্টেম্বর।

এই সিরিজের মাধ্যমে খেলোয়াড়রা বিশ্বকাপের আগে নিজেদের ফর্ম ও প্রস্তুতি যাচাইয়ের সুযোগ পাবেন। জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতি এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে খেলার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে।

বাংলাদেশ নারী ‘এ’ দল:

রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।

এবারের শ্রীলঙ্কা সফর তাই শুধু একটি ‘এ’ দলের সফর হিসেবে নয়, বরং বিশ্বকাপের আগে বাংলাদেশের নারী ক্রিকেট দলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সিরিজ হিসেবে বিবেচিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রনি পেল হুইলচেয়ার

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হতে হবে : আবু হানিফ

ক্রীড়াবিদ শওকত আলীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

শাহরিয়ার কবির আটক

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

রাসূল (স.) আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে

ঝিনাইদহে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী সুজনের গ্রেপ্তারের খবরে বিএনপির আনন্দ মিছিল

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভূমি উপদেষ্টার পরিদর্শন, হয়রানি ছাড়া নামজারি খতিয়ান পেয়ে উৎফুল্ল নাজিম  

১০

চট্টগ্রামে জশনে জুলুশে মানুষের ঢল  

১১

বন্যা পরবর্তী প্রাণী চিকিৎসায় বাকৃবি শিক্ষার্থীরা

১২

‘দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে’

১৩

নার্সের ভুলে ৩ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

১৪

‘স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ’ করার প্রস্তুতি বিএনপির

১৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৭

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি

১৮

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের মতবিনিময়

১৯

২৮ থেকে ৪২তম বিসিএসের বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার

২০
X