রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৩:১৩ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পূর্বাচল স্টেডিয়ামের নকশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

পূর্বাচলে পরিচালকদের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত
পূর্বাচলে পরিচালকদের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এ জন্য পূর্বাচলে নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তনের পর বদলে যায় অনেক কিছু।

নাজমুল হাসান পাপনের পরিবর্তে বোর্ড সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পূর্বাচলে স্টেডিয়ামের জায়গাটি পরিদর্শন করতে যান তিনি।

৩১ আগস্ট (শনিবার) পূর্বাচলে স্টেডিয়ামের পরিদর্শনকালে বিসিবির সভাপতি সঙ্গে পরিচালকদের মধ্যে ছিলেন- আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী এনাম আহমেদ, নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সাড়ে ৩৭ একর জমি ঘুরে দেখে দুটি মাঠ তৈরির কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি। নতুন মাঠও যদি করতে পারি, সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রুত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি, সে চেষ্টা করব। আমাদের যে মাঠগুলো উন্নতি করার কথা, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ধাপে ধাপে যাব। এখানে দুটি মাঠ হওয়ার কথা ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে আমরা এত বাজেট অ্যাফোর্ড করতে পারব না। সে জন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠটা করার চেষ্টা করব। দ্রুতই মাঠের কাজ শুরু করব। এখন আমাদের অনেক ধরনের খেলা, আপনারা সবাই জানেন। বয়সভিত্তিক থেকে শুরু করে নারী ক্রিকেট, ক্লাব ক্রিকেট—অনেক খেলা। এখন সে জন্য মাঠটা তৈরি করব।’

দ্রুত মাঠের নির্মাণ কাজ শুরুর কথা জানান তিনি, ‘আমি আগেই উল্লেখ করেছি, কনসালটেন্সিতে আমাদের টাকা ইনভেস্ট হয়েছে। ওটাকে ধরেই বড় কোনো পরিবর্তন না করে…আপনি তো একদিনে সব করতে পারবেন না। মাঠ, ড্রেসিংরুম…আমি ওদের প্ল্যানটা পুরোপুরি দেখিনি। এটা নিয়ে আমার কথা বলাটাও ঠিক হবে না। ওই প্ল্যানটা দেখে, ড্রইং দেখে ওদের সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করব।’

মাঠের নকশা প্রসঙ্গে বলেন, ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব।’

স্টেডিয়ামের নাম প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরকত উল্লাহ বুলুর ছেলের উপর চলা পাশবিক নির্যাতনের করুণ কাহিনি

বগুড়ায় সাবেক দুই এমপিসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলা

‘আমার মতো কষ্ট দুনিয়াতে কারু নাই’

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদ, সম্পাদক আরিফ

বন্যার্তদের ত্রাণ সহায়তার খরচ নিয়ে হাসনাত আব্দুল্লাহর নতুন পোস্ট

ফেনীতে আতঙ্কে দিন কাটাচ্ছেন বন্যাকবলিত মানুষ 

ফেনী ও কুমিল্লায় কৃষকদের মাঝে আনসারের ধানের চারা বিতরণ

রূপগঞ্জে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

এই জমিনে কোনো জালেমকে ছাত্র-জনতা বরদাশত করবে না : হেফাজতে ইসলাম

মহেশপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মাসুম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা তুহিন

১০

কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

১১

ব‌রিশা‌লে প্রি-পেইড মিটার স্থাপন প্রত্যাহা‌রের দাবি

১২

খুনের বদলা খুন চাই না, আমরা চাই সমতার চৌদ্দগ্রাম : ডা. তাহের

১৩

এক হেলিকপ্টার থেকে ত্রাণ, অন্যটি থেকে গুলি 

১৪

প্রথম কর্মসূচি ঘোষণা করল জাতীয় নাগরিক কমিটি

১৫

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টের মানববন্ধন

১৬

ফানাই নদীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক

১৭

আনিসুল ও সালমানের বিরুদ্ধে এবার অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার মামলা

১৮

যশোরে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

১৯

গণঅভ্যুত্থানের গ্রাফিতি ডকুমেন্টেশন করতে হবে : জেএসডি

২০
X