স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৩:১৩ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পূর্বাচল স্টেডিয়ামের নকশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

পূর্বাচলে পরিচালকদের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত
পূর্বাচলে পরিচালকদের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এ জন্য পূর্বাচলে নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তনের পর বদলে যায় অনেক কিছু।

নাজমুল হাসান পাপনের পরিবর্তে বোর্ড সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পূর্বাচলে স্টেডিয়ামের জায়গাটি পরিদর্শন করতে যান তিনি।

৩১ আগস্ট (শনিবার) পূর্বাচলে স্টেডিয়ামের পরিদর্শনকালে বিসিবির সভাপতি সঙ্গে পরিচালকদের মধ্যে ছিলেন- আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী এনাম আহমেদ, নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সাড়ে ৩৭ একর জমি ঘুরে দেখে দুটি মাঠ তৈরির কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি। নতুন মাঠও যদি করতে পারি, সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রুত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি, সে চেষ্টা করব। আমাদের যে মাঠগুলো উন্নতি করার কথা, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ধাপে ধাপে যাব। এখানে দুটি মাঠ হওয়ার কথা ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে আমরা এত বাজেট অ্যাফোর্ড করতে পারব না। সে জন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠটা করার চেষ্টা করব। দ্রুতই মাঠের কাজ শুরু করব। এখন আমাদের অনেক ধরনের খেলা, আপনারা সবাই জানেন। বয়সভিত্তিক থেকে শুরু করে নারী ক্রিকেট, ক্লাব ক্রিকেট—অনেক খেলা। এখন সে জন্য মাঠটা তৈরি করব।’

দ্রুত মাঠের নির্মাণ কাজ শুরুর কথা জানান তিনি, ‘আমি আগেই উল্লেখ করেছি, কনসালটেন্সিতে আমাদের টাকা ইনভেস্ট হয়েছে। ওটাকে ধরেই বড় কোনো পরিবর্তন না করে…আপনি তো একদিনে সব করতে পারবেন না। মাঠ, ড্রেসিংরুম…আমি ওদের প্ল্যানটা পুরোপুরি দেখিনি। এটা নিয়ে আমার কথা বলাটাও ঠিক হবে না। ওই প্ল্যানটা দেখে, ড্রইং দেখে ওদের সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করব।’

মাঠের নকশা প্রসঙ্গে বলেন, ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব।’

স্টেডিয়ামের নাম প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার দিনে মসজিদে আগুন দিল ইসরায়েলিরা

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে চিত্রকর্ম প্রদর্শনী

আরেকটি বাংলাদেশ-ভারত ফাইনাল কাল

বাংলাদেশে ইসলামি চরমপন্থা আসবে না : ড. ইউনূস

ভারতীয় মিডিয়ার তথ্য বিভ্রান্তিকর-অতিরঞ্জিত : প্রেস উইং ফ্যাক্ট চেক

দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

ইটিভি-সিজেএফবি সংগীত-সাংবাদিকতা এবং চলচ্চিত্রে বিশেষ অবদান / সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, ফাহিম আহমেদ এবং জয়া আহসান 

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৯৭৯ মামলা 

সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর হামলা ও ডিসি কর্তৃক গালাগালের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী ওয়াসার পানির দাম কমাতে আলটিমেটাম

১০

‘জনশক্তি’ নিয়ে কোনও আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি

১১

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড আর নিরাপদ নয়’ : ইয়েমেন

১২

লন্ডনে বড় মেয়ের বাসায় রয়েছেন সালাহউদ্দিন আহমেদ

১৩

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

১৪

রাখাইনে সেনা সদর দপ্তর দখল আরাকান আর্মির

১৫

‘অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল’-এর আয়োজন করল ব্র্যাক ব্যাংক

১৬

গাজীপুরে ট্রাকচাপায় বাইকের দুই আরোহী নিহত

১৭

আমরা আল্লাহর ওপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারত : দুলু

১৮

কঠোর আন্দোলনের প্রস্তুতি আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের

১৯

সহসমন্বয়ক সাজিদুলকে জড়িয়ে কালবেলার নামে ভুয়া ফটোকার্ড

২০
X