টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির একটা সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল। দুটি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলতে আগামী ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাচ্ছেন তারা।
‘এ’ দলের সিরিজ হলেও জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়কে স্কোয়াডে রাখতে যাচ্ছে বিসিবি। বিশ্বকাপ সামনে রেখে ভালো প্রস্তুতি নিতেই এমন পরিকল্পনা বোর্ডের। বুধবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি।
আগামী ৮ সেপ্টেম্বর প্যানাগোডার আর্মি গ্রাউন্ডে শুরু হবে দুদলের প্রথম ওয়ানডে ম্যাচ। এক দিন বিরতির পর দ্বিতীয় ওয়ানডেটি হবে কলম্বোর থুরস্তানে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
টানা দুদিন দুটি ম্যাচ হবে পি সারা ওভালে। এরপর ১৫ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচটি হবে এসএসসি গ্রাউন্ডে। ১৭ ও ১৯ সেপ্টেম্বর আবার দুই ম্যাচ হবে ভিন্ন দুই ভেন্যুতে। একটি থুরস্তান এবং অন্যটি কলম্বো কল্টসে।
মন্তব্য করুন