তিন ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১০৮ রান করে প্রোটিয়ারা।
বৃষ্টি আইনে ক্যারিবিয়দের লক্ষ্য দাঁড়ায় ১১৬ রান। ৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে ক্যারিবিয়রা। ফলে ৩-০ ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ।
বৃষ্টি কারণে ম্যাচের দীর্ঘ নেমে আসে ১৩ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ১৫ বলে ৪০ রানের ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস। এতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১০৮ রান।
ডার্ক-লুইস মেথডে সেই লক্ষ্য দাঁড়ায় ১১৬ রানের। জবাবে শাই হোপের ২৪ বলে ৪২, নিকোলাস পুরানের ১৩ বলে ৩৫ রানের, ইনিংসে সহজেই জয় পায় ক্যারিবিয়রা।
এ ছাড়া শিমরণ হেটমায়ার করেন ১৭ বলে ৩১ রান। ২ ওভারে ১৪ রানে ২ উইকেট শিকারে ম্যাচসেরার পুরস্কার জেতেন পেসার রোমারিও শেফার্ড। আর সিরিজ সেরা হয় শাই হোপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ঘরের মাঠে বাদ পড়ে বিশ্ব আসরের সুপার এইট থেকে। সে দলের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়কে দুর্দান্ত এক অর্জন বলছেন শেফার্ড, ‘যে দলটা আমাদের বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে, তাদের সব ম্যাচে হারানো দুর্দান্ত।’
এদিকে ক্যারিবিয় অধিনায়ক রোস্টন চেজ বলেছেন, ‘সিরিজটি ৩-০ ব্যবধান জিততে চেয়েছিলাম। সংক্ষিপ্ত এ ম্যাচে চেয়েছি আমাদের ক্রিকেটাররা সহজাত খেলাটা খেলুক। ছেলেরা দুর্দান্ত খেলেছে।’
দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে তোলা অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন, ‘কঠিন ম্যাচ গেছে। সম্ভবত সবচেয়ে কঠিন কন্ডিশনে খেলেছি। এরপরও দল হিসেবে উন্নতির জায়গা আছে। তাতে কিছুটা সময় লাগবে, এখান থেকে নেওয়ারও কিছু আছে কিন্তু হারাটা কখনোই ভালো কিছু নয়।’
এর আগে টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হলেও টেস্ট সিরিজ নিজেদের করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়। তবে দ্বিতীয় ম্যাচে ৪০ রানে জিতে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ নিশ্চিত করে প্রোটিয়ারা।
মন্তব্য করুন