স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৪:০৭ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের সেরা একাদশে ভারতীয়দের প্রাধান্য

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার সর্বকালের সেরা ওয়ানডে একাদশ বেছে নিয়েছেন, যেখানে ভারতীয় ক্রিকেটারদের প্রাধান্য দেখা গেছে। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার তার দলে বিভিন্ন প্রজন্মের এবং দেশের তারকাদের সমন্বয়ে এক দুর্দান্ত লাইনআপ নির্বাচন করেছেন। যেখানে ভারতের সর্বোচ্চ তিনজন ক্রিকেটার রয়েছেন, এছাড়াও পাকিস্তানের দুজন ক্রিকেটারও জায়গা পেয়েছেন এই একাদশে ।

ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসকেডাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই সেরা একাদশের কথা জানান।

সাকিব তার একাদশের উদ্বোধনী জুটি হিসেবে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং পাকিস্তানের সুপরিচিত ওপেনার সাঈদ আনোয়ারকে বেছে নিয়েছেন। আক্রমণাত্মক এবং নিয়ন্ত্রিত খেলার দক্ষতার জন্য তাদের একটি দুর্দান্ত জুটি হিসেবে মনে করা হয়।

পরবর্তী স্থানটি নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিস গেইল, যিনি সীমিত ওভারের ক্রিকেটে তার বিস্ফোরক ওপেনিং ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। ভারতের আধুনিক দিনের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি তৃতীয় স্থানে রয়েছেন।

পাঁচ নম্বরে তিনি রেখেছেন দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে, যিনি ব্যাট ও বল দুই ক্ষেত্রেই অসাধারণ অবদান রেখেছেন তার পুরো ক্যারিয়ারজুড়ে।

উইকেটকিপার-ব্যাটার এবং অধিনায়ক হিসেবে সাকিব বেছে নিয়েছেন ভারতের এমএস ধোনিকে, যিনি তার ফিনিশিং স্কিল এবং শান্ত নেতৃত্বের জন্য ব্যাপকভাবে পরিচিত।

সাত নম্বরে নিজেকেই অন্তর্ভুক্ত করেছেন সাকিব, তার অলরাউন্ড দক্ষতা এবং অসামান্য ক্রিকেট ক্যারিয়ারকে স্বীকৃতি দিয়ে।

বোলিং আক্রমণের জন্য সাকিব বেছে নিয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন এবং অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নকে, যারা স্পিন বোলিংয়ে ইতিহাসের অন্যতম সেরা।

শেষে, পেস আক্রমণ হিসেবে সাকিব পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাথকে রেখেছেন, যারা যথাক্রমে সুইং এবং নির্ভুলতার জন্য কিংবদন্তি দুই বোলার।

এদিকে সম্প্রতি মাঠের ঘটনাকে কেন্দ্র করে কিছু বিতর্কের মুখোমুখি হওয়া সত্ত্বেও সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে এখনো প্রভাবশালী এক ব্যক্তিত্ব হিসেবে রয়েছেন। বাংলাদেশ বর্তমানে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সাকিব আল হাসানের সর্বকালের সেরা ওডিআই একাদশ:

শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম এবং গ্লেন ম্যাকগ্রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠকে যা উঠে এলো

সাতক্ষীরায় ১৩ কেজি রুপা জব্দ

পুলিশ সদস্যদের যে সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আল-আকসা ভাঙার ষড়যন্ত্রে প্রকাশ্যে ইসরায়েল

নিকারাগুয়ায় বিরোধীদের দমন-পীড়ন / ২৫০ জনের বেশি সরকারি কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

৬০০ কর্মী নিয়ে মহাসড়কে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান 

রাবির ভর্তি পরীক্ষায় শিবিরের হেল্প ডেস্ক থেকে ফোন চুরির চেষ্টা

স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর

সব অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করতে হবে : এ্যানি

রাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল

১০

বিয়ের আগে ছেলে-মেয়ের ৭টি জরুরি টেস্ট

১১

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

১২

পরীক্ষার হলে বসে বন্ধুকে প্রশ্ন পাঠালেন পরীক্ষার্থী

১৩

কেউ ঘুষ চাইলে কী করতে হবে, জানালেন আসিফ মাহমুদ

১৪

নির্বাচন ইস্যুতে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক

১৫

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

১৬

রাজনৈতিক বিভাজন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা : ঢাবি ভিসি 

১৭

চট্টগ্রাম কারও একার শহর নয় : মেয়র শাহাদাত

১৮

‘অজানা কারণে পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি’

১৯

প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা 

২০
X