পাকিস্তান শাহিনসের কাছে বড় হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করে ৩৬ ওভারে মাত্র ১৮৩ রানে অলআউট হয় তাওহীদ হৃদয়ের দল। জবাবে ২৭.৫ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান শাহিনস।
সোমবার (২৬ আগস্ট) ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভালে বাংলাদেশ ‘এ’ দলকে একাই ধসিয়ে দেন ডানহাতি পেসার আব্বাস আফ্রিদি। ৫ উইকেট শিকার করেছেন জাতীয় দলের জার্সিতে ১০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ডানহাতি এ পেসার।
ইনিংসের শুরুতে দুই ওপেনার মোহাম্মদ নাঈম (৬) ও সৌম্য সরকারকে (৯) সাজঘরে ফেরান তিনি। তৃতীয় উইকেটে সাইফ হাসানকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন অধিনায়ক তাওহিদ হৃদয়। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করা সাইফকে নিজের তৃতীয় শিকার বানান আব্বাস। ৪৭ বলে ১০ চার ও ১ ছয়ে এ রান করেন ডানহাতি এ ব্যাটার।
শেষ দিকে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস একাই টেনে নেন রিশাদ হোসেন। ৩৭ বলে খেলেন ৪০ রানের ইনিংস। ৯ ওভারে ৩৮ রানে ৫ উইকেট শিকার করেন আব্বাস।
জবাবে দলীয় ১৩ রানে পাকিস্তান শাহিনসের ওপেনার আবদুল ফাসিহকে (১) সাজঘরে ফেরান মেহেদী হাসান। এরপর উসমান খানকে নিয়ে ১২৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার হাসিবউল্লাহ। এতে হার নিশ্চিত হয়ে যায় হৃদয়-সৌম্যদের।
৬০ বলে ৮৭ রান করে মোসাদ্দেক হোসেন সৈকতের শিকার হন উসমান খান। ৮১ বলে ৭৩ রান করে হাসিবউল্লাহ ও ওমাইর বিন ইউসুফ ১৪ রানে অপরাজিত থাকেন। বুধবার (২৮ আগস্ট) একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।
মন্তব্য করুন