স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ফাহিম

সাকিব আল হাসান (বাঁয়ে) ও নাজমুল আবেদীন ফাহিম। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান (বাঁয়ে) ও নাজমুল আবেদীন ফাহিম। ছবি : সংগৃহীত

কোচ, বিশ্লেষক থেকে নাজমুল আবেদীন ফাহিম বর্তমানে ক্রিকেট প্রশাসক। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্ব পেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ ক্রিকেট ব্যক্তিত্ব। আর সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে তার সম্পর্ক গুরু-শিষ্যের। তাই তো সাকিব ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিসিবির নতুন পরিচালক।

হত্যা মামলা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট খেলেন সাকিব। দুই দলের প্রথম টেস্ট চলাকালে সাকিবের পারফরম্যান্স নিয়ে কথা হয় নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে। সোমবার (২৬ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।

নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমার তো দুটি রোল (ভূমিকা) আছে ওর সঙ্গে। আমি বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে কোনো কথা বলিনি। ওর মেন্টর হিসেবে, কোচ হিসেবে কথা বলেছি। ওর পারফরম্যান্স নিয়ে কথা বলেছি। সেটার সঙ্গে বোর্ডের কোনো সম্পর্ক নেই। সে কীভাবে, কী করলে ভালো করতে পারবে, এসব নিয়ে আলোচনা করেছি।’

সাকিবের বোলিং পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা দেখেছি যে সে যখন বাঁহাতিদের বিপক্ষে বোলিং করে, সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু কালকে সেটা দেখিনি। একজন আদর্শ টেস্ট বোলার যেভাবে বোলিং করে, সে সেভাবেই বোলিং করেছে। বোলিং করার সময় সে নিজের ওপর আস্থা নিয়েই বোলিং করে। ডানহাতি-বাঁহাতি সব ধরনের অবস্থায় যখনই বল তাকে দেওয়া হচ্ছে, উইকেট নেওয়ার জন্য সে বোলিং করেছে।’

পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে সাকিবের ভূমিকা নিয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘তার ক্ষেত্রেও সেটাই হয়, ওর অন্য কোনো চিন্তা থাকে না, ও শুধু ব্যাটারকে নিয়েই চিন্তা করে। বল কোথায় করবে, কীভাবে করবে। অন্য কোনো সময় আসতে পারে চিন্তা, তবে বল করার সময় চিন্তা আসে না। এটাই ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদের আমরা দেখেছি, বিভিন্ন ঘটনা, সমালোচনা তাদের ন্যাচারাল খেলা খেলতে দেয় না। কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা ঠিক নয়।’ সতীর্থদের সঙ্গেও সাকিবের সম্পর্ক নজর কেড়েছে তার, ‘অন্যদের সঙ্গেও আলাপ করছে, মিরাজকেও মাঝেমধ্যে পরামর্শ দিচ্ছে। টোটাল ইনভলবমেন্ট ছিল। আমার মনে হয়, সে নিজেও উপভোগ করেছে। বোলিং নিয়ে তার মধ্যে অসন্তুষ্টি ছিল, সেটা চলে গেছে। আত্মবিশ্বাস চলে এসেছে। এটা ওর পরবর্তীতে কাজে লাগবে।’

সাকিব প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যে কোনো অ্যাথলেট হোক, যে কোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে মাঠে নামে, আমার মনে হয় না, তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে। ওভাবেই তারা নিজেদের তৈরি করে। যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে পেজার বিস্ফোরণ / ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বয়সের ছাপ দূর করার ঘরোয়া টোটকা

সাগরে আবারও লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ

ছাত্রদল নেতার গুদাম থেকে সাড়ে ১৭ লাখ টাকার মালামাল উদ্ধার

কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

আজকের দিনটি কেমন যাবে, জেনে নিন রাশিফলে

মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী

অ্যাডমিন অফিসার নেবে রেড ক্রিসেন্ট, বেতন ৪০ হাজার

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

‘একটা গুলি করলে ১টা মরে, বাকিরা তো নড়ে না’

১০

ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যেসব কাজ করতে পারবে সেনাবাহিনী

১১

দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ আ.লীগের

১২

জয়পুরহাটে থানা থেকে লুট হওয়া গুলিসহ অস্ত্র উদ্ধার

১৩

বায়ুদূষণের শীর্ষ দশে ঢাকা!

১৪

লেবাননে বিভিন্ন স্থানে বিস্ফোরণে নিহত ৯, আহত ২৮০০

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

ডিএমপির ২ থানায় নতুন ওসিসহ ৭ পুলিশ পরিদর্শকের পদায়ন

১৮

১৮ সেপ্টেম্বর : নামাজের সময়সূচি

১৯

এমবাপ্পে-এনড্রিকে ভর করে রিয়ালের জয় 

২০
X